পশ্চিমবঙ্গের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)কে মজবুত করতে আরএসএস এর মত এই শিক্ষার্থী সংগঠনকেও দু’ভাগে ভাগ করা হলো
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্য কিছু বিশ্ববিদ্যালয়ে অশান্তির ব্যাপারে অভিযোগ উঠেছে এবিভিপি-র বিরুদ্ধে। রাজ্যের বিরোধী কিছু ছাত্র সংগঠন এর প্রেক্ষিতে এবিভিপি-কে কোণঠাসা করার চেষ্টা করছে। তার মোকাবিলাতেই সংঘের কায়দায় উত্তর ও দক্ষিণবঙ্গে তৈরি হল এফিভিপি-র আলাদা রাজ্য কমিটি।
দক্ষিণবঙ্গের এই কমিটির সভাপতি নির্বাচিত হলেন শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিট্যুট অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (আইআইইএসটি) বরিষ্ঠ অধ্যাপক সুদীপ্ত মুখোপাধ্যায়। সম্পাদক হলেন সুরঞ্জন সরকার। আর উত্তরবঙ্গে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশিস মণ্ডল। সম্পাদক হলেন বিরাজ বিশ্বাস।
এ দিন গিরিশ পার্কে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে সংগঠনের ৩৭ তম রাজ্য সম্মেলন হয়। তাতে উপস্থিত ছিলেন এবিভিপি-র রাষ্ট্রীয় সম্পাদক (পূর্ব) সুনীল আম্বেদকর। এ দিনের আলোচনায় বক্তারা বলেন, এ রাজ্যে ভবিষ্যতে বিজেপি আসবে। তার আগে কঠিন লড়াই করতে হবে। চক্রান্ত করে বিশ্বভারতী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সংগঠনের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে বলে নেতারা অভিযোগ করেন।