দেরাদুনে (Dehradun) উর্দুর বলে সংস্কৃত ভাষায় লেখা হবে স্টেশনের নাম। সম্প্রতি উত্তরাঞ্চল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, “যে রাজ্যের দ্বিতীয় ভাষা যা সেই অনুযায়ী স্টেশনগুলির নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই নিয়ম মেনেই হিন্দি ও ইংরেজি নাম বহাল রেখে দেরাদুন স্টেশন থেকে উর্দু (Urdu) নাম মুছে সংস্কৃত শব্দের ব্যবহার করা হবে।” প্রসঙ্গত, ২০১০ তাহলে দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ড সরকার সংস্কৃত ভাষাকে নিজের রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়।
তারপর থেকেই ওই রাজ্যে এক একে সংস্কৃত (Sanskrit) ভাষার ব্যবহার বেড়েছে। সেই ভাবেই এবার দেরাদুন স্টেশনের উর্দুর বদলে সংস্কৃতে নাম লেখা হচ্ছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নিজের রাজ্য হিমাচল প্রদেশে সংস্কৃতকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছেন। কিন্তু দেরাদুন স্টেশনই প্রথম যেখানে সংস্কৃত ভাষায় স্টেশনের নাম লেখা হবে।