দল করলে করুন কিন্তু অনুব্রতর কথায় নাচবেন না, সন্ত্রাস করবেন না, তৃণমূল কর্মীদের সাবধান করে দিয়ে বললেন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।
উল্লেখ্য, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি প্রকাশ্যেই বিরোধীদের হুমকি দিয়ে থাকেন। কখনও ‘চড়াম চড়াম ঢাক বাজান’, কখনও বুঝিয়ে দেন যে রাস্তায় ‘উন্নয়ন’ দাঁড়িয়ে আছে, অতএব…। এমন মন্তব্যের কারণে সংবাদ মাধ্যমে তাঁর নাম বার বার উঠে আসে। এমনকি শঙ্খ ঘোষের মতো কবি তাঁকে নিয়ে বিদ্রুপাত্বক কবিতা লেখেন। তো, লোকসভার ভোটের আগেও অনুব্রত মণ্ডল পিছিয়ে নেই। বীরভূমের কেষ্ট এ-বছর আমদানি করেছেন পাঁচন ও নকুলদানা কনসেপ্ট। যা নিয়ে বিরোধীরা সরবও হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন দুধকুমার বলেন, অনুব্রতর নকুলদানা খেয়ে বীরভূমের মানুষই অনুব্রতকে এলাকা ছাড়া করবে। তাঁর অভিযোগ, কবিগুরুর মাটিতেও সন্ত্রাস করেছে কেষ্ট! তবে মানুষ সেই সন্ত্রাসের মোকাবিলা করাও শুরু করেছে।
এইসঙ্গে বীরভূমের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশে দুধকুমার মণ্ডলের হুঁশিয়ারি, অনুব্রতর কথা শুনে সন্ত্রাস করলে ফল ভুগতে হবে।