রামমন্দিরের পর এবার, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের পরবর্তী লক্ষ্য জন্ম নিয়ন্ত্রণ। শুক্রবার মোরাদাবাদে একথা জানান, আরএসএস প্রধান মোহন ভগবত। এই নীতি অনুযায়ী, দেশের প্রতিটি দম্পতির দুইয়ের বেশি সন্তান হবে না। এনিয়ে আইনি পরামর্শও শুরু করেছেন বলে, জানিয়েছেন সঙ্ঘ প্রধান।
বিষয়টিকে সুনিশ্চিত করতে, আইন প্রণয়ন জরুরি বলেও তিনি মনে করেন। তবে, জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে বলে জানান তিনি। প্রসঙ্গত, জনসংখ্যা বৃদ্ধি রুখতে প্রতিবেশী রাষ্ট্র চিন আগেই জন্ম নিয়ন্ত্রণকে কড়াকড়িভাবে লাগু করেছে সে দেশে।