সমস্ত রকমের আইনি জটিলতার অবসান ঘটিয়ে দিনক্ষণ ঠিক হল নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসির | ফেব্রুয়ারির প্রথম দিন সকাল ৬টায় দোষী চারজনের ফাঁসির দিন ঘোষণা করে নতুন একটি ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিল্লি আদালত | এই ফাঁসির সাজা ও দোষীদের মধ্যে থেকে ক্ষমা প্রা্তা নিয়ে বিস্তর জল ঘোলার পরে এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিল্লি আদালত | এর আগে ৭ই জানুয়ারি এই মামলার রায়ে জানানো হয় ২২শে জানুয়ারি ফাঁসির দিন স্থির করা হয়েছে ওই চার দোষীর |
তারপর আবার নতুন করে আইনি জটিলতা শুরু হয় | ক্ষমা আবেদনের বিষয় উঠে আসায় আদালত সেই দিনের ফাঁসি রদ করে শুক্রবার এই নতুন দিনটির কথা ঘোষণা করে | যদিও পুরো ঘটনার গতিপ্রকৃতি যেভাবে এগিয়েছে তাতে মোটেও খুশি নন নির্ভয়ার মা আশা দেবী | তিনি বলেন, যে রাজনৈতিক দল গুলি ২০১২তে আমাদের এই ফাঁসির সাজার বিরুদ্ধে ছিলেন,রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, তারাস এখনও সক্রিয় | তাই আইনের দোহাই দিয়ে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির দিন |অন্যদিকে ফাঁসি নিয়ে এই টালবাহানাতে বিজেপির নেতারা দিল্লির আপ সরকারের দিক আঙুল তুলেছেন |
তাদের মতে, বিচার ব্যবস্থায় গরিমসিতে এত সময় পেরিয়ে গেলেও ফাঁসি কাঠে ঝোলেনি ওই চার দোষী | আপের পাল্চা দাবি, দিল্লির পুলিশ কেন্দ্রের শাসনাধীন | তাই যদি কারো গাফিলতি থেকে থাকে তবে তা কেন্দ্রীয় সরকারেরই | এসবের মাঝেই বারবার আদালত চত্বরে ভেঙে পড়তে দেখা গিয়েছে নির্ভয়ার মাকে | এখন তার একমাত্র প্রশ্ন, তার ২৩বছরের মেয়ের আত্মার শান্তি পাবে তো আগামী ফেব্রুয়ারির পয়লা তারিখে |