তিলোত্তমায় চড়ছে পারদ, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

চড়ছে পারদ| শীতের আমেজ উধাও দিনে, তবে ভোরে-রাতে হালকা শীতের আমেজ বজায় রয়েছে তিলোত্তমায়| কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে শীত| তবে, উত্তরবঙ্গে আরও বেশ কিছু দিন বজায় থাকবে শীতের আমেজ| একইসঙ্গে বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে উত্তরবঙ্গে, শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে| দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হতে পারে|
বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও| রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি-বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে| আলিপুর আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া| আবার বঙ্গোপসাগর থেকে পূবলি হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প| তাই হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়|
মকর সংক্রান্তি পর্যন্ত শীতের আমেজ ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়| কিন্তু, মকর সংক্রান্তির পরবর্তী দিন, অর্থাত্ বৃহস্পতিবার থেকেই উধাও শীতের আমেজ| ভোরে এবং রাতে অবশ্য হালকা শীতের আমেজ রয়েছে| শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি| কলকাতায় শীতের আমেজ পুনরায় ফিরবে কি না, তা এখনই বলা যাচ্ছে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.