পাকিস্তান থেকে আগত পাঁচ মাস আগে ভারতের নাগরিকত্ব পাওয়া মেয়ে এবার সরপঞ্চ হওয়ার দৌড়ে

দেশ জোড়া সিএএ নিয়ে শাহীনবাগে এখনও রিলে অবস্থান বিক্ষোভ চলছে | যে অবস্থানের পিছনে কংগ্রেসের টাকার খেলার কথাও বলছে অনেকে| ৫০০টাকার বনিময়ে লোক নিয়ে এসে নাকি চালানো হচ্ছে ওই বিক্ষোভ | এমন অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই পাকিস্তান থেকে এদেশের নাগরিকত্ব পাওয়া এ দেশের বউ নির্বাচনে লড়তে চলেছেন চলতি বছরে | নাম নীতা কানোয়ার সোধা | পাকিস্তানেই জন্ম | ওখানেই বেড়ে ওঠা নীতার |

স্কুল শেষ করার পর ওদেশের হাল দেখে বাবা মা তাকে পাঠিয়ে দেন যোধপুরে কাকার বাড়ি | তারপর নয় নয় করে পেরিয়েছে সাতটা বছর | পাকাপাকিভাবে থাকতে শুরু করেন নীতা এখানে | কিন্ত তখনও তার নামের পাশে পাকিস্তানি নাগরিকের তকমা | ভারতীয় বিদেশ নীতি অনুযায়ী সাত বছর পাকাপাকিভাবে একটানা এদেশে বসবাসের পর নীতা আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের জন্য | কিন্তু পরপর তিন বার সেই আবেদন খারিজ করে হয়ে যায় | তবুও হাল ছাড়েননি নীতা | শেষ পর্যন্ত আবেদনের ১২বছর পর তিনি ২০১৯সালেই ভারতীয় নাগরিকত্ব পান | তার এই সাফল্যের কাহিনীর নয়া মোড় নাগরিকত্ব শুধু পাওয়াই নয়,রাজস্তানের টঙ্ক জেলার নটোয়াদা গ্রামের সরপঞ্চের নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন সদ্য নাগরিক হওয়া এই বধূ |

নামী একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি বলেন, “আমরা যে গ্রামে পাকিস্তানে থাকি সেখানে আমাদের আমাদের জাতি সোধা রাজপুত ছেলে পাওয়া যায় না বললেই চল | তাই ভারতেই বেশিরভাগ মেয়েদের পাত্রস্থ করা হয় | আমিও যোধপুরে কলেজে পড়তে পড়তে এখানকার পাত্রের সঙ্গেই বিয়ে হয় | কিন্তু স্থায়ী বসবাস করলেও ভারতের নাগরিকত্ব পাচ্ছিলাম না | এখন পেয়ে আমি খুব খুশি নির্বাচনে লড়তে পেরে |”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.