হাওড়া-ফলকনুমা এক্সপ্রেসে আগুন। ভস্মীভূত একটি কামরা।
শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আচমকাই আগুন ধরে যায়। তবে সেই সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ঠিক কী কারনে আচমকাই দাঁড়িয়ে থাকা ট্রেনে এ এভাবে আগুন লেগে গেল তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
এ দিন আগুন লাগার পরে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্টেশনে থাকা রেলের গ্রুপ ডি কর্মীরাই। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আচমকাই এ ভাবে ট্রেনের কামরায় আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বর জুড়ে। রেলের তরফে খুব দ্রুত আগুন লাগা কামরাটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় বলে ট্রেনের বাকি অংশে কোনও ক্ষতি হয়নি। কিন্তু নির্দিষ্ট ওই কামরাটি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি মুম্বই থেকে কলকাতা এসেছিলেন।
এ দিন আগুন লেগে যাওয়া কামরাতে তিনি একাই ছিলেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি। তিনি পুলিশকে জানিয়েছেন, বিড়ি ধরানোর জন্য দেশলাই জ্বালিয়েছিলেন তিনি। তারপর সেই দেশলাই ট্রেনের কামরাই ফেলতেই ঘটে বিপত্তি। দাউদাউ করে জ্বলে ওঠে হাওড়া-ফলকনুমা এক্সপ্রেসের একটি কামরা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আদৌ সত্যি কথা বলছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে তারা। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা সে ব্যাপারেও খোঁজখবর শুরু করেছে পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ আপাতত সেই ব্যাপারেই তদন্তে নেমেছে রেল পুলিশ।
ছবি সৌজন্যে ফেসবুক (সুদীপ রায়)