কলকাতা : পৌষ সংক্রান্তির দ্বিতীয় দিনেও কমই রইল সোনার দাম। রবিবার বেড়ে গিয়েছিল সোনার দাম। একদিন বাদেই ফের সোনার দাম কমতে শুরু করে কলকাতার বাজারে। গত বৃহস্পতিবার থেকে টানা কমছিল সোনার দাম। শনিবার পর্যন্ত এই সউর থাকার পর রবিবার দাম বৃদ্ধি পায়। সোমবারেও দাম খানিকটা চড়াই ছিল। মঙ্গলবার সকাল সকাল নেমে গিয়েছে সোনার দর। বুধবার সামান্য বাড়লেও সাধ্যের মধ্যেই রয়েছে দাম টা বলা যেতেই পারে। ২২ ও ২৪ ক্যারেট উভয় ক্ষেত্রেই এই দাম রয়েছে।
বুধবার সোনার দাম, ২২ ক্যারেটে দাম: ১ গ্রামে ৩,৯১৩টাকা, ৮ গ্রামে ৩১,০৪৮ টাকা, ১০ গ্রামে ৩৮,৮১০টাকা, ১০০ গ্রামে ৩,৮৮,১০০টাকা।
মঙ্গলবার সোনার দাম, ২২ ক্যারেটে দাম: ১ গ্রামে ৩,৯১২টাকা, ৮ গ্রামে ৩১,০৪০ টাকা, ১০ গ্রামে ৩৮,৮০০টাকা, ১০০ গ্রামে ৩,৮৮,০০০ টাকা।
সোমবার সোনার দাম, ২২ ক্যারেটে দাম: ১ গ্রামে ৩,৯৪০টাকা, ৮ গ্রামে ৩১,৫২০ টাকা, ১০ গ্রামে ৩৯,৪০০টাকা, ১০০ গ্রামে ৩,৯৪,৯০০ টাকা।
প্রত্যেক ধাপে মঙ্গলবার দাম কমেছে যথাক্রমে ১,৮,১০,১০০।
বুধবার সোনার দাম, ২৪ ক্যারেটে দাম : ১ গ্রামে ৪,০২১টাকা, ৮ গ্রামে ৩২,১৬৮টাকা, ১০ গ্রামে ৪০,২১০ টাকা, ১০০ গ্রামে ৪,০২,১০০ টাকা।
মঙ্গলবার সোনার দাম, ২৪ ক্যারেটে দাম : ১ গ্রামে ৪,০২০টাকা, ৮ গ্রামে ৩২,১৬০ টাকা, ১০ গ্রামে ৪০,২০০টাকা, ১০০ গ্রামে ৪,০০,২০০ টাকা।
সোমবার সোনার দাম, ২৪ ক্যারেটে দাম: ১ গ্রামে ৪,০৮০টাকা, ৮ গ্রামে ৩২,৬৪০ টাকা, ১০ গ্রামে ৪০,৮০০টাকা, ১০০ গ্রামে ৪,০০,৬২০ টাকা।
প্রত্যেক ধাপে মঙ্গলবার দাম কমেছে যথাক্রমে ১৮, ১৪৪, ১৮০, ১হাজার ৮০০ টাকা।