মেঘমুক্ত পরিষ্কার আকাশ মকর সংক্রান্তিতে (Makar sakranti)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী দুদিন। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন। উত্তর ও দক্ষিণ বঙ্গের দু-একটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
আজ কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা পড়ে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। যদিও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৯৯ শতাংশ।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি ও তুষারপাত চলছে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আজ জম্মু-কাশ্মীরে। পাঞ্জাব ওড়িশায় অতি ঘন কুয়াশার সর্তকতা।