উন্নয়নকে হাতিয়ার করেই প্রচারে নামবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। শুক্রবার জলপাইগুড়িতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান প্রার্থী।
এদিন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, “আমি জলপাইগুড়ি জেলার ভূমিপুত্র। লাটাগুড়িতেই আমার বেড়ে ওঠা। এখানকার সাধারণ মানুষেরা আমি প্রার্থী হওয়ায় খুবই খুশি। আমাকে ফোন করে সাধারণ মানুষেরা বলছেন ‘বাউ কতখন আসিবি তুই…’।”
নিজের জয় সম্পর্কে জয়ন্ত রায় ২০০ শতাংশ নিশ্চিত জয়ন্তবাবু। তিনি বলেন,”আমার জয় অবশ্যম্ভাবী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সর্বত্রই আমাদের প্রচারে পারদ চড়ছে। জেলার সার্কিট বেঞ্চের উদ্বোধন, ফোর লেনের কাজ, দ্বিতীয় তিস্তা সেতুর কাজ, উজালা গ্যাস সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উন্নয়নের কাজের প্রচারে আমরা পারদ চড়াতে প্রস্তুত।”
এবারের নির্বাচনে উত্তরবঙ্গের এইমস হাসপাতাল খুব গুরুত্ব পাচ্ছে। সেই প্রসঙ্গে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী প্রতিক্রিয়ায় বলেন, “এইমসের মতো হাসপাতাল গড়ার কাজে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আমরা এইসব নিয়ে আলোচনা করে পরবর্তীতে সরকার গঠনের পর নিশ্চয়ই প্রস্তাব দেব।”
এদিন দলীয় কার্যালয়ে প্রার্থীর সঙ্গে হোলির উৎসবে মেতে ওঠেন কর্মীরা। দলের জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, জেলা সম্পাদক বাপী গোস্বামীকে সাথে নিয়ে প্রার্থী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।