Jagannath Sarkar, BJP, “পাকিস্তানের হয়ে বাজি- পটকা ফাটালে এদেশ থেকে তাড়িয়ে দেবো, নয়তো গারদে ভরে দেবো,” বললেন সাংসদ জগন্নাথ সরকার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ নভেম্বর রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নদিয়ার শান্তিপুরের সুত্রাগড় দু’নম্বর কলোনিতে উদ্বাস্তু সেলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বাধীনতার আগে অবিভক্ত পাকিস্তানের আইনমন্ত্রী যোগেন মণ্ডল অত্যাচারের শিকার হয়ে কলকাতায় পালিয়ে এসে পদত্যাগ করেছিলেন। তাঁর অভিজ্ঞতা দেখে বহু মুসলিম এ দেশে চলে আসেন, আর পরবর্তীকালে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস তাদের ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলে অভিযোগ তোলেন তিনি।

সাংসদের বক্তব্য, ভারতে থাকতে হলে ভারতের গুণগান করতে হবে, পাকিস্তান ক্রিকেটে জিতলে এ দেশে তার উল্লাস করা চলবে না। কেউ যদি পাকিস্তানের জয়ে বাজি- পটকা ফাটায়, তাহলে তাদের পাকিস্তানে পাঠানো হবে বা আইনের আওতায় এনে গারদে ভরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসআইআর প্রসঙ্গে কথা বলতে গিয়ে জগন্নাথ সরকার বলেন, রাজ্যে সাম্প্রতিক যেসব মৃত্যুর ঘটছে তার জন্য তৃণমূলই দায়ী। তাঁর অভিযোগ, রাজ্য সরকার মানুষকে ভয় ও আতঙ্কে রাখছে। কৃষ্ণনগরে রিঙ্কু তরফদারের মৃত্যুর ঘটনায়ও তিনি তৃণমূলকে অভিযুক্ত করেন এবং বলেন, যে সুইসাইড নোট পাওয়া গেছে সেটি আদৌ রিঙ্কুর লেখা কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.