উত্তর প্রদেশে প্রথমবার পুলিশ কমিশনার সিস্টেম, অনুমোদন মন্ত্রিসভার

উত্তর প্রদেশে পুলিশ সিস্টেম সংস্কারের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথ সরকার| যোগী আদিত্যনাথ সরকারের আমলে, উত্তর প্রদেশে এই প্রথমবার পুলিশ কমিশনারেট সিস্টেমে সিলমোহর পড়ল| উত্তর প্রদেশের রাজধানী লখনউ এবং নয়ডায় পুলিশ কমিশনার সিস্টেম স্থাপনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা| সোমবার লোকভবনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে লখনউ এবং গৌতমবুদ্ধনগর (নয়ডা)-এ পুলিশ কমিশনার সিস্টেম চালু করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে| ১৪ জানুয়ারি, মঙ্গলবার থেকে লখনউ এবং নয়ডায় পুলিশ কমিশনার সিস্টেম লাগু হয়ে যাবে|
বর্তমানে লখনউয়ের ৪০টি থানায় এই ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে, বাকি পাঁচটি থানায় পুরাতন ব্যবস্থা কার্যকর থাকবে| পাঁচটি থানায় একজন এসপি থাকবেন| দু’জন কমিশনারের তদারকি করবেন ডিজিপি| লখনউ এবং নয়ডায় এডিজি পদমর্যাদার অফিসার কমিশনার হবেন| লখনউ এবং মেরঠের আইজি এবং এডিজির ভূমিকা হ্রাস করা হয়েছে| 
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তর প্রদেশে পুলিশ সিস্টেম সংস্কারের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে| লখনউ এবং নয়ডায় পুলিশ কমিশনার সিস্টেম চালু করার বিষয়ে অনুমোদন দিয়েছে উত্তর প্রদেশ মন্ত্রিসভা| যোগী আদিত্যনাথ আরও জানিয়েছেন, পুলিশের জন্য আজকের দিনটি বিশেষ দিন| পুলিশ কমিশনার ব্যবস্থায় পঞ্চাশ বছরের পুরনো দাবি মেনে নেওয়া হয়েছে| মহিলাদের প্রতি অপরাধ রুখতে নতুন পুলিশ কমিশনারেটে পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দু’জন মহিলা অফিসার মোতায়েন করা হয়েছে| মুখ্যমন্ত্রীর কথায়, লখনউয়ের জনসংখ্যা ৩০ লক্ষ এবং নয়ডার জনসংখ্যা ২৫ লক্ষ| এই ব্যবস্থার ফলে পুলিশ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন থাকবে| উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, লখনউ-এর প্রথম পুলিশ কমিশনার হতে চলেছেন এডিজি সুজিত পাণ্ডে| নয়ডার প্রথম পুলিশ কমিশনার হবেন এডিজি অলোক কুমার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.