পাকিস্তানি গিয়ে হেনস্তার শিকার হলো ভারতীয়রা। পাকিস্তান থেকে হিন্দু বলে ফেরত পাঠিয়ে দেওয়া হলো ভারতে বেশ কিছু নাগরিককে। গুরু নানক জন্ম জয়ন্তীতে নামকানা সাহিবে গিয়েছিলেন একদল ভারতীয়। প্রথমে তাদের পাকিস্তানে ঢুকতে দেওয়া হলেও পরে তাদের এই যুক্তি দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয় যে, তারা হিন্দু, শিখ নয়। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চাপানউতোর সৃষ্টি হয়েছে।
গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাকিস্তানের নানকানা সাহিবে যাওয়ার জন্য ২১০০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। ইসলামাবাদের তরফেও ২১০০ জনকে ট্রাভেল ডকুমেন্ট বা নথিতে ছাড়পত্র দেওয়া হয়। সেইমত মঙ্গলবার ১৯০০ জন পুন্যার্থী ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের যান। পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর এই প্রথম এই দেশ থেকে পূর্ণ্যার্থীরা পাকিস্তানে গেলেন। প্রথমে সব ঠিক থাকলেও পরের দিন জানা যায় যে, পুন্যার্থীদের মধ্যে ১৪ জনকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, এরা পাকিস্তানে জন্মগ্রহণ করা সিন্ধ্রি। তবে এদের ভারতের নাগরিকত্ব রয়েছে। সীমান্ত পার করে পাকিস্তানে প্রবেশ করলেও এদের পাকিস্তানি কর্তারা নানকানা সাহিবে ঢুকতে বাধা দেন। বলেন, আপনারা হিন্দু শিখ তাই আপনারা যেতে পারবেন না।
এর ফলে দিল্লি ও লক্ষ্মৌয়ের এই বাসিন্দারা অপমানিত হয়ে ফিরে আসেন। পাক আধিকারিকরা পরিষ্কার বলেন যে, তাদের রেকর্ডে যারা শিখ তারাই যেতে পারবেন।
জানা গেছে, এছাড়াও ৩০০ জন যারা ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের সীমান্ত থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাপ্রুভাল ছিল না।

