নির্বাচন কমিশনের ঘোষণা মত মঙ্গলবার দুপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ৪৩৩৩টি বুথে এমুনারেশন ফর্ম বিলি শুরু করে দিলেন বিএলও’রা।
জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিজীন কৃষ্ণ জানান, এই জেলায় মোট ভোটার ৪০ লক্ষ ১৫ হাজার ৮৯৭ জন। এদিন বিকেল পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজার ৪৫৬ জন ভোটারের কাছে এমুনারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি ব্লকে, মহকুমায়, জেলা স্তরে হেল্প ডেস্ক খোলা হয়েছে বিএলও’দের সাহায্যর জন্য। যাঁরা অনলাইনে ফর্ম তুলছেন তাঁদের জন্য অনলাইনে সহায়তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে।
মেদিনীপুর পুরসভা এলাকায় বেশ কিছু ভোটারের নাম ২০০২ সালে নেই। তাঁদেরকেও ফর্ম দেওয়া হয়েছে। মোট ৪৩৩৩ জন বিএলও কাজ করেছেন। কোনো অসুবিধা হচ্ছে না।

