এশিয়া কাপ ফাইনালের ৩৭ দিন পর শাস্তি পেলেন ভারতের সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের হ্যারিস রউফ। ভারত-পাক বিতর্কের আগুনে আবার ঘি পড়ল। প্রতিযোগিতায় তাঁদের বিতর্কিত আচরণের জন্য শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শৃঙ্খলারক্ষা কমিটি। পাক জোরে বোলার শাস্তি পেয়েছেন ভারতবিদ্বেষী আচরণের জন্য। সূর্যকে শাস্তি দেওয়া হয়েছে রাজনৈতিক মন্তব্য করার জন্য। দু’দেশের মোট চার জন ক্রিকেটার শাস্তি পেয়েছেন।
গত এশিয়া কাপে তিন বার মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর গত ১৪, ২১ এবং ২৮ সেপ্টেম্বরে তিনটি ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। তিনটি ম্যাচেই দু’দলের কোনও না কোনও ক্রিকেটারের বিরুদ্ধে বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছিল। খেলার মাঠে রাজনীতির অভিযোগে অভিযুক্ত সূর্যকুমার। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ককে দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সঙ্গে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সূর্যের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাস্তি পেয়েছেন জসপ্রীত বুমরাহও। এশিয়া কাপ ফাইনালে রউফকে বোল্ড করে বিমান নামানোর ভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের জোরে বোলার। বুমরাহকে সতর্ক করে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফ ম্যাচ চলাকালীন হাতের ইশারায় ভারতের ছ’টি যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করেছিলেন। দু’টি ম্যাচে এরকম করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁর বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানায়। তাঁর ৩০ শতাংশ করে মোট ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। দু’বারের জন্য দু’টি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। মোট চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দু’টি ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন রউফ। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার দু’বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দু’টি ম্যাচের জন্য নির্বাসিত হন।
সুপার ফোর পর্বের ম্যাচে পাক ব্যাটার সাহিবজ়াদা ফারহান অর্ধশতরানের পর ‘বন্দুক উচ্ছ্বাস’ করেছিলেন। বিতর্কিত সেই আচরণ নিয়ে তাঁর দাবি ছিল, পাকিস্তানের পাখতুন গোষ্ঠীর মানুষেরা এ ভাবেই উদ্যাপন করে। তাঁদের বিয়ের অনুষ্ঠানও এমন ভাবে উদ্যাপন করা হয়। অতীতে বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির ‘বন্দুক উচ্ছ্বাস’-এর উদাহরণও দেন তিনি। তাঁকে তুলনায় কম শাস্তি দিয়েছে আইসিসি। সতর্ক করা হয়েছে পাক ব্যাটারকে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছেন অর্শদীপ সিংহ। তাঁর বিরুদ্ধেও বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছিল এশিয়া কাপের সময়। অনুশীলনে হাতের ইশারায় রউফের বিদ্বেষমূলক আচরণের জবাব দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন বাঁহাতি জোরে বোলার কোনও বিতর্কিত আচরণ না করায় দোষী সাব্যস্ত হননি। তাঁকে কোনও শাস্তি দেয়নি আইসিসি।

