ইরানের রাজধানী তেহরানে পানীয় জলের প্রধান উৎস আমির কবির বাঁধ দ্রুত শুকিয়ে আসছে। আর বড়জোর দু’সপ্তাহের মধ্যেই তার মজুত পুরোপুরি শেষ হয়ে যাবে বলে জানিয়ে দিল প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের সরকার। সে ক্ষেত্রে গুরুতর জলসঙ্কটে পড়তে পারে তেহরান।
তেহরানে জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রধান বেহজ়াদ পারসা ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা-কে জানিয়েছেন, তেহরানে পানীয় জল সরবরাহের পাঁচটি উৎসের মধ্যে প্রধান হল আমির কবির বাঁধ। তীব্র খরা পরিস্থিতির কারণে সেটিতে এখন মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার জল অবশিষ্ট রয়েছে। যা জলাধারটির মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ! প্রসঙ্গত, আয়াতোল্লা খামেনেইয়ের দেশের রাজধানী শহরে প্রতিদিন গড়ে প্রায় ৩০ লক্ষ ঘনমিটার জলের প্রয়োজন পড়ে। তার বড় অংশই আসে এই জলাধার থেকে।
এর পরেই পারসার সতর্কবাণী, ‘‘এই পরিমাণ জল দিয়ে মাত্র দু’সপ্তাহ তেহরানে পানীয় চাহিদা মেটানো সম্ভব হবে।’’ তিনি জানান, এক বছর আগেও আমির কবির বাঁধে ৮ কোটি ৬০ লক্ষ ঘনমিটার জল ছিল। কিন্তু তেহরান ও আশপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় ১০০ হ্রাস পেয়েছে। তৈরি হয়েছে খরা পরিস্থিতি। সে কারণেই এমন পরিস্থিতি। তবে তেহরানে জল সরবরাহকারী অন্য চারটি জলাধার থেকে কতটা চাহিদা পূরণ করা সম্ভব, সে বিষয়ে কিছু জানাননি পারসা।

