শিক্ষকদের পর এ বার শিক্ষাকর্মীদের ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার এই তালিকা প্রকাশের পরই চাকরিহারা ‘যোগ্য’ গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীর নিয়োগের আবেদন গ্রহণও শুরু হল। এসএসসির তালিকা অনুযায়ী শিক্ষাকর্মী পদে ‘অযোগ্য’ হিসাবে সাব্যস্ত হয়েছেন ৩,৫১২ জন। এসএসসি তরফ থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি-এর জন্য আলাদা আলাদা ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ-সিতে ১১৬৩ জন ও গ্রুপ-ডিতে ২৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন বলে জানানো হয়েছে।
সোমবার থেকেই নতুন নিয়োগের আবেদন নেওয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। দু’টি গ্রুপ মিলিয়ে মোট ৮,৪৭৭টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ-সি (করণিক) ২৯৮৯টি এবং গ্রুপ-ডি ৫৪৮৮টি শূন্যপদ রয়েছে।
অনলাইনে আবেদন করা যাবে ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত। গ্রুপ-ডি-এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। তবে মাধ্যমিক উত্তীর্ণেরাও আবেদন করতে পারবেন। গ্রুপ-সি-এর ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। দুই ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
গ্রুপ-সি অর্থাৎ করণিকের ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের সময় টাইপিং দক্ষতা ও কম্পিউটার সংক্রান্ত প্রাথমিক জ্ঞানকে প্রাধান্য দেওয়া হবে। গ্রুপ সি শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন, ” ‘যোগ্য’ হয়েও এতদিন ধরে বেতনহীন অবস্থায় থাকার ফলে আমাদের অবস্থা সঙ্গিন। এই অবস্থায় প্রায় ২৫-৩০ লক্ষ নতুন চাকরিপ্রার্থীদের সঙ্গে আমাদের এই প্রতিযোগিতায় বসে নিজেদের প্রমাণ করতে হবে। কত দিনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাও কেউ জানে না।”

