এশিয়া কাপ জিতলেও এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। সেই ট্রফি এখনও তাদের হাতে আসেনি। তবে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার আশা, আগামী এক-দু’দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি চলে আসবে। না এলে কী ব্যবস্থা নেওয়া হবে নকভির বিরুদ্ধে, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।
ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। নকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। ভারতও নিজের অবস্থানে অনড় ছিল। প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি।
শুক্রবার সংবাদ সংস্থাকে শইকীয়া বলেছেন, “এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। এটা নিয়ে আমরা বেশ অখুশি। আমরা এটা নিয়ে বার বার বলেছি। ১০ দিন আগে চিঠি পাঠানো হয়েছে এসিসি চেয়ারম্যানকে। তার পরেও বিষয়টা সমাধান হয়নি। এখনও এসিসি নিজেদের হেফাজতে ট্রফি রেখে দিয়েছে। আশা করি দু’-এক দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি চলে আসবে।”
যদি তার পরেও নকভির অবস্থানে বদল না হয়? শইকীয়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ৪ নভেম্বর আইসিসি-র বৈঠকে বিষয়টি জানানো হবে। শইকীয়ার কথায়, “বিষয়টা কী ভাবে সামলানো হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি। ভারতবাসীকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে আসবে সেটা বলতে পারব। এক দিন সেটা আসবেই। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। সব হিসাব রয়েছে। শুধু ট্রফিটাই মিলছে না। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।”

