নতুন মাসে দাম কমল এলপিজি সিলিন্ডারের। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (এনডিএনই) দাম কমানোর কথা জানানো হয়েছে। নভেম্বর মাস থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম। আগের মাসে বাণিজ্যক গ্যাসের দাম খানিক বৃদ্ধি পেয়েছিল। এ বার আবার দাম কমাল কেন্দ্র। তবে রান্নার গ্যাসের (এনএসডিসি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।
কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারপিছু দাম কমে হচ্ছে ১৬৯৪ টাকা। আগের মাসের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা কমেছে। পুজোর মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম ৫০ টাকা ৫০ পয়সা কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১৭০০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ পুজোর মাসের তুলনায় ১৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি হয়েছিল। এই মাসে আবার ৬ টাকা ৫০ পয়সা দাম কমাল কেন্দ্র।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। নতুন মাসেও কলকাতার ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য থাকছে ৮৭৯ টাকা।

