ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বাংলাদেশিরা

কলকাতায় অনেক বাংলাদেশিই চিকিৎসা করাতে আসেন। ওহ কলকাতা কোথায় জিজ্ঞাসা করছেন? কলকাতা হল ভারতের প্রদেশ পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের মূল গুরুত্বপূর্ণ শহর গুলির মধ্যে অন্যতম। কলকাতার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সে যাক গে…তো যা বলছিলাম , কলকাতায় অনেক বাংলাদেশি চিকিৎসা করাতে আসেন । একটি সুপার স্পেশালিটি হসপিটালে কাজ করার দরুন দেখেছি যে এমন বহু বাংলাদেশি আসেন পড়তে বা চিকিৎসা করাতে তারপর আর দেশে ফেরৎ যান না।

তো এরম ই একজন বাংলাদেশি হল মহম্মদ নূর আলম শেখ। যিনি কিনা সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন চিকিৎসা করতে অরবিন্দ সেবা কেন্দ্রে। বর্তমানে যাদবপুর ,যোধপুরপার্ক এলাকায় তাঁকে দেখা যাচ্ছে। প্রসঙ্গত নেগেটিভ কারনে এই ব্যক্তিটি এখন সংবাদ মাধ্যমে উঠে এসেছেন। কারন , বাংলাদেশ থেকে এসে ব্যক্তিটি ভারতের মতো একটি দেশের রাজনৈতিক ব্যাপারে নাক গলাচ্ছেন। গত দুদিন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্ৰী নরেন্দ্র মোদী কলকাতা পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে কলকাতায় আসেন।

Nrc এবং Caa আইন নিয়ে বর্তমান কমিউনিস্ট দলগুলির বেকার বিরোধিতার কথা বা পূর্বে ভারত বিরোধী বিভিন্ন কার্যক্রমের সঙ্গে আপনারা পরিচিত আছেন। গত দুদিন যখন কমিউনিস্টরা নানা জায়গায় মোদীজীর বিরোধিতা করে মোদী গো ব্যাক স্লোগান দিচ্ছিল তার মধ্যে উক্ত বাংলাদেশি লোকটিকে দেখা যায়। তার হাতে মোদী গো ব্যাক প্ল্যাকার্ডও ছিল।

ফেসবুক প্রোফাইল থেকেই বোঝা যাচ্ছে, প্রায় সপ্তাহখানেক আগেই তিনি কলকাতায় এসেছেন। কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র কফি হাউস, হাওড়া ব্রিজেও গিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রোফাইলে সিএএ বিরোধী ধর্মতলায় পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি যে পোস্ট করেছিলেন, তাঁর স্ক্রিনশট প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে অনেকেই দাবি করেছেন, প্রবল বিতর্কে পরে শেষে পোস্টটি ডিলিট করে দিয়েছেন ওই বাংলাদেশি সাংবাদিক। তবে তাঁর প্রোফাইল ঘাটলেই দেখা যাবে এদেশে এনআরসি বিরোধী বামেদের একটি আন্দোলনের ভিডিও তিনি শেয়ার করেছেন অনেক আগে।

সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে অনেকেই ওই ব্যক্তির কড়া শাস্তির দাবি তুলেছেন। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে নুর আলম শেখ বহাল তবিয়তেই ঘুরেই বেড়াচ্ছে।

এরমই আর একটি ছবি পাওয়া গেছে শান্তিনিকেতনে। বিশ্বভারতীও বাম আন্দোলন দ্বারা কিছুদিন আগেই কলুষিত হয়েছে। সেই আন্দোলনের মধ্যেও এক বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্রী আফসার মীম নামের এক ছাত্রী ভারত ও প্রধানমন্ত্রী বিরোধী আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে নানা জায়গায় বিদ্বেষ ছড়াচ্ছে।

কিন্তু অদ্ভুত আমাদের এই প্রশাসন , উক্ত বিদেশি ব্যক্তিরা ভারতে এসে বিদ্বেষ ছড়িয়ে মুক্তভাবে ঘুরছে। তাদের নোংরামির স্বীকার হচ্ছি আমরা প্রকৃত বাঙ্গালী তথা ভারতীয়রা। কেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.