জাল শিক্ষাগত শংসাপত্র দেখিয়ে গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছিলেন। সেই ছাড়পত্রের ভিত্তিতেই এত দিন চলছিল পেশাদারি জীবন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনার দু’দিন পর এ বার পুলিশের জালে সেই বাসচালক। রবিবার গ্রেফতার করা হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মিরিয়ালা লখমাইয়া। কুর্নুলে দুর্ঘটনাগ্রস্ত দোতলা বাসটি চালাচ্ছিলেন তিনিই। শুক্রবার ভোরে বাসে আগুন ধরে যাওয়ার পর ভিতরে আটকে পড়া যাত্রীদের ফেলেই পালান লখমাইয়া। রবিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু লাইসেন্সের নিয়ম অনুযায়ী, ভারী যানবাহন চালানোর জন্য যে কোনও ব্যক্তির অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আবশ্যক। তাই, ভারী যানবাহন চালানোর লাইসেন্স পেতে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জাল শংসাপত্র বানান লখমাইয়া।
শুক্রবার ভোরে কুর্নুলের চিন্নাটেকুর গ্রামের কাছে বেঙ্গালুরুগামী একটি বাসে আগুন ধরে যায়। আগুন লাগার পর বাসে শর্ট সার্কিট হয়। তার জেরে বাসের স্বয়ংক্রিয় দরজাটি কাজ করা বন্ধ করে দেয়। বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে অনেকে দরজা খুলে বেরোনোর চেষ্টা করলেও পারেননি। কেউ কেউ মরিয়া হয়ে জানলা ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন। বাকিরা আগুনে ঝলসে যান। মৃত্যু হয় বাসে থাকা ১৯ জন যাত্রীর।

