চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হয়েছে গত বার। তার পর থেকে নতুন প্রধান কোচের খোঁজে ছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান-সহ বিভিন্ন নাম শোনা যাচ্ছিল। তবে ঝুঁকি না নিয়ে সম্ভবত অভিষেক নায়ারের হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছেন কেকেআর কর্তৃপক্ষ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে শাহরুখ খানের দল। কেকেআরের এক কর্তা বলেছেন, কয়েক দিন আগে নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরসুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের অন্যতম সহকারী কোচ নায়ার। এ ছাড়াও কেকেআরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন ধরে। নাইটদের সাজঘরের কোনও কিছুই তাঁর অজানা নয়। ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কও ভাল। সম্ভবত সে কারণেই প্রধান কোচ হিসাবে নায়ারকে বেছে নিয়েছেন বেঙ্কি মাইসোরেরা। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে নতুন কোচ হিসাবে নায়ারের নাম সরকারি ভাবে ঘোষণা করবেন কেকেআর কর্তৃপক্ষ।
গত মরসুমে মহিলাদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্জ়ের প্রধান কোচের দায়িত্ব নেন নায়ার। এ বার কেকেআরের দায়িত্ব পেলে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করবেন তিনি। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তাঁর হাত ধরেই উঠে এসেছেন রিঙ্কু সিংহ, হর্ষিত রানার মতো ক্রিকেটার।

