দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হল ৩৩৩ রানে। নিজেদের তৈরি স্পিন সহায়ক পিচে বিপাকে পাকিস্তানই। সান মাসুদের দল শেষ ৫ উইকেট হারাল ১৭ রানে। জবাবে মঙ্গলবার খেলার শেষ পর্যন্ত এডেন মার্করামের দল করেছে ৪ উইকেটে ১৮৫ রান। এখনও ১৪৮ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম দিন খেলার শেষে পাকিস্তানের রান ছিল ৫ উইকেটে ২৫৯। অপরাজিত থাকা সাউদ শাকিল এবং সলমন আঘা দিনের প্রথম এক ঘণ্টা কাটিয়ে দেন। সলমন ৪৫ রান করে আউট হন। শাকিলের ব্যাট থেকে এসেছে ৬৬ রানের ইনিংস। পাকিস্তানের আর কোনও ব্যাটার এ দিন দলকে তেমন ভরসা দিতে পারেননি। কেশব মহারাজের স্পিনের সামনে সুবিধা করতে পারেননি কেউই। রাওয়ালপিন্ডির ২২ গজে ১০২ রান খরচ করে ৭ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার। দ্বিতীয় দিন ৫ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া সিমন হার্মার ৭৫ রানে ২ উইকেট নিয়েছেন। ৬০ রানে ১ উইকেট কাগিসো রাবাডার।
জবাবে শুরুটা ভাল হয়নি সফরকারীদের। ওপেনার রায়ান রিকেলটন (১৪) দ্রুত ফিরে যান। দ্বিতীয় উইকেটে ছোট জুটি তৈরি করেন মার্করাম এবং ট্রিস্টান স্টাবস। মার্করাম ৩২ রান করে আউট হলেও দিনের শেষে ২২ গজের এক প্রান্তে অপরাজিত রয়েছেন স্টাবস। তিনি এ দিন করেছেন ৬৮ রান। ভাল ব্যাট করলেন টনি ডি জ়োরজ়ি (৫৫)। তবে ব্যর্থ ডেওয়াল্ড ব্রেভিস (০)। স্টাবসের সঙ্গে পিচে আছেন কাইল ভেরেইন (১০)।
অভিষেক টেস্ট খেলতে নামা ৩৯ বছরের আসিফ আফ্রিদি ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৩ রানে ১ উইকেট শাহিন আফ্রিদির। ৫৫ রানে ১ উইকেট সাজিদ খানের।