বৃষ্টিতে ভেস্তে গেল মহিলাদের এক দিনের বিশ্বকাপের শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড ম্যাচ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ২৫৮। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হয় কলম্বোয়। খেলা আর শুরু করা যায়নি। ম্যাচ বাতিল হওয়ায় দু’দলই পেল এক পয়েন্ট করে। তবে লাভ হল ভারতের।
মহিলাদের এক দিনের বিশ্বকাপে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেল। মঙ্গলবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। কলম্বোর ২২ গজে এ দিন প্রথম থেকে ধরে খেলতে শুরু করেন দ্বীপরাষ্ট্রের ব্যাটারেরা। দুই ওপেনার আতাপাত্তু এবং ভিশমি গুণরত্নে তোলেন ১০১ রান। গুণরত্নে করেন ৮৩ বলে ৪২। মারেন তিনটি চার। অধিনায়ক করেন ৭২ বলে ৫৩। মারেন ৭টি চার। তিন নম্বরে নেমে হাসিনি পেরারা করেন ৬১ বলে ৪৪। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার। চার নম্বরে নেমে হর্ষিতা সমরবিক্রমা করেন ৩১ বলে ২৬। এছাড়া শ্রীলঙ্কার হয়ে ভাল ব্যাট করেছেন ছ’নম্বরে নামা নিলাক্ষীকা সিলভা। ৭টি চার, ১টি ছয়ের সাহায্যে তাঁর ২৮ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস শ্রীলঙ্কাকে ভাল জায়গায় পৌঁছে দেয়।
এ দিন নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার সোফি ডিভাইন ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩৯ রানে ২ উইকেট ব্রি ইলিংয়ের। তবে সবার পারফরম্যান্সই মূল্যহীন করে দিল বৃষ্টি। নিউ জ়িল্যান্ডের পয়েন্ট নষ্ট হওয়ায় কিছুটা হলেও সুবিধা হল হরমনপ্রীত কৌরদের। চারটি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। হরমনপ্রীতেরা আছেন পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের চার ম্যাচে ৩ পয়েন্ট।