এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে গেল ভারত। অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খালিদ জামিলের দল ১-১ড্র করলেও গোয়ার মাঠে হেরে গেল ১-২ ব্যবধানে। এ দিনের হারে ভারতের মূল পর্বে যোগ্যতা অর্জনের আশা শেষ। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন খালিদ।
গোয়ার মাটিতে শুরুটা খারাপ হয়নি ভারতীয় দলের। ১৪ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাংতে এগিয়ে দেন দলকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন ছাংতে। তবু সিঙ্গাপুরের বিরুদ্ধে অত্যন্ত প্রয়োজনীয় জল পেল না ভারতীয় দল। আগের দিনের তুলনায় অনেক ভাল খেলেও পারলেন না সুনীলেরা। রক্ষণ এবং ফাইনাল থার্ডের ব্যর্থতার মাসুল দিতে হল ভারতীয় দলকে। অধিকাংশ সময় মাঝমাঠের দখল রাখলেও প্রথমার্ধেই সমতা ফেরায় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে গোল করেন ইউ ইউং সং। বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। ভারতীয় ডিফেন্ডারদের ভুল তাঁর কাজ সহজ করে দেয়। প্রথমার্ধে ভারতীয়েরা গোল করার একাধিক সুযোগ নষ্ট না করলে ফলাফল অন্যরকম হতেও পারত।
দুই উইং কাজে লাগিয়ে আক্রমণ তৈরির পরিকল্পনা করেছিলেন ভারতীয় দলের কোচ। সে ভাবেই খেলছিলেন সুনীলেরা। অন্য দিকে সিঙ্গাপুর মূলত প্রতি আক্রমণে উঠে ভারতীয় রক্ষণকে বিব্রত করার চেষ্টা করছিল। প্রথম গোলের মতো সিঙ্গাপুরের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও দায় এড়াতে পারে না ভারতীয় রক্ষণ বিভাগ। ম্যাচের ৫৮ মিনিটে সংই দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন।
এ দিনের হারের ফলে এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে গেল ভারতের। গ্রুপের সব দলই এখনও পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে। হংকং এবং সিঙ্গাপুরের পয়েন্ট ৮। গোল পার্থক্যে শীর্ষে রয়েছে হংকং। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এবং চতুর্থ স্থানে থাকা ভারতের পয়েন্ট ২। গোল পার্থক্যে পিছিয়ে খালিদের দল। ভারতের বাকি দু’টি ম্যাচ। সেই দুই ম্যাচ জিতলেও ৮ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়।