আসন্ন রঞ্জি ট্রফির পূর্ণশক্তির দল ঘোষণা করল বাংলা (Bengal Squad For Ranji Trophy 2025-26)। বাংলার ধারাবাহিক টপ-অর্ডার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) নেতৃত্ব দেবেন দলের। উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলকে (Abishek Porel) সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। চোটের কারণে মহম্মদ শামিকে (Mohammed Shami) প্রথম ম্যাচে পাওয়া নিয়ে সন্দেহ ছিল। তবে স্বস্তির খবর যে, জাতীয় দলের সুপারস্টারকে নিয়েই দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
জুনিয়র-সিনিয়র
শামি এবং আকাশ দীপের মতো তারকা ফাস্ট বোলিং জুটির অন্তর্ভুক্তি বাংলার বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে। তবে মুকেশ কুমারকে পাওয়া যাচ্ছে না এখনই। ব্যাটিং লাইনআপে অভিমন্যুর সঙ্গেই রয়েছেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ চট্টোপাধ্যায়। সুদীপ কৃষ্ণ ঘরামি, রাহুল প্রসাদ, সৌরভ কুমার সিং এবং বিশাল ভাটির মতো তরুণ খেলোয়াড়রাও রয়েছেন দলে। লক্ষ্মীরতন শুক্লাই প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাপোর্ট স্টাফ হিসেবে অরূপ ভট্টাচার্য এবং শিব শঙ্কর পাল রয়েছেন তাঁর এলআরএসের পাশে। চরণজিৎ সিং মাথারু ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
গুজরাত, হরিয়ানা, সার্ভিসেস, রেলওয়ে, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং অসমের সঙ্গে এলিট গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলা। আগামী ১৫ অক্টোবর ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অভিমন্যুদের রঞ্জি অভিযান শুরু হচ্ছে। ২৫ অক্টোবর গুজরাতের বিরুদ্ধে আরেকটি হোম ম্যাচ রয়েছে। আসন্ন রঞ্জি ট্রফিতে ৩৮ দল অংশ নেবে। ৩২ টি এলিট বিভাগে (চারটি গ্রুপ) এবং ছয়টি প্লেট বিভাগে। প্রতিটি এলিট গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং চারটি প্লেট দল তাদের নিজেদের নকআউটে যাবে।
সৌরভের প্রত্যাবর্তন
দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ৬ বছর পর সিএবি প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন করেছেন তিনি। সৌরভ হটসিটে বসার পর এই প্রথম বাংলা দল ঘোষিত হয়েছে। গতকাল সৌরভ নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে বাংলার অনুশীলনে ছিলেন। হাতে-কলমে তিনি সিনিয়র ক্রিকেটারদের ক্লাস নিয়েছেন। বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবেও কথা বলেছেন মহারাজ। সৌরভ সকলেই বলেছেন রঞ্জিতে ভয়ডরহীন ক্রিকেট খেলতে। সৌরভকে এবার দলের মাঝেমধ্যেই অনুশীলনে পাওয়া যাবে।