আবহাওয়ার খামখেয়ালিপনা ! আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার খামখেয়ালিপনায় কলকাতার (Kolkata) পর, আজ উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের (North Bengal) ২-১টি জেলায় শীতল দিনের পরিস্থিতি। দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল থেকে পরিষ্কার আকাশ রাজ্যজুড়ে। শনি-রবি ঘন কুয়াশা। উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই ঘন কুয়াশার সর্তকতা। মেঘ সরলেই তাপমাত্রা নামার ঈঙ্গিত। ২-৪ ডিগ্রি পারদ নামতে পারে।

সকালে সামান্য কুয়াশা ও অংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার হবে কলকাতার আকাশ। কলকাতা সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৫ – ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.