বোমা বিস্ফোরণ ঘটেছে নৈহাটিতে আর গঙ্গার ওপাড়ে থাকা বসতবাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়েছে। ঘটনার তীব্রতা অনুভব করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterji) ওই সব বাড়িতে যান পরিস্থিতি দেখতে যান। রাতে তাঁর পরিদর্শনের ছবি দিয়ে একটি টুইট করেন তিনি। লকেট লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বোমা ফ্যাক্টরি স্থাপন করতে পারেন। কিন্তু সেগুলি কীভাবে বন্ধ করতে হয় তা জানেন না। তাঁর পরিকল্পনা কী ভারতের মানচিত্র থেকে পশ্চিমবঙ্গকে মুছে দেবে? তিনি পশ্চিমবঙ্গকে জেহাদি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গড়ে তুলেছেন এবং তারা আমাদের রাজ্যকে বেস হিসাবে ব্যবহার করবে। কেন?”
শুধু লকেটই নয় ওই বিস্ফোরণের ভিডিও দিয়ে উদ্বেগজনক টুইট করেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। রাজ্যপাল জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছেন। এই বিস্ফোরণের ঘটনা নিয়ে বড়সড় আন্দোলনের কথা ভাবছে রাজ্য বিজেপি।