পবন খুশি।
কে পবন?
পবন জল্লাদ,অভিজ্ঞ ফাঁসুড়ে।
পবনের খুশির কারন?
সম্ভবত নির্ভয়ার (Nirbhaya) জীবিত চার অপরাধীকে নিজের হাতে ফাঁসি দেবেন পবন। এ মাসের ২২ তারিখ পবনের হাতেই ফাঁসির দড়ি গলায় পরবে এই চারজন জঘন্য অপরাধী। হঠাৎ কোনও পরিবর্তন না হলে এখন পর্যন্ত এমনটাই ঠিক আছে। ফাঁসি নিয়ে পবন তাঁর মনের কথা বলেছেন। তাঁর কথায়, “এই ফাঁসি সমাজের কাছে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা বহন করবে। যারা এই ঘৃণ্য পাশবিক ঘটনাটি ঘটিয়েছে তাদের ফাঁসি হওয়াই উচিত।” প্রসঙ্গত উল্লেখ্য ২৩ বছর বয়সি এই প্যারা মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হন ১৬ ডিসেম্বর ২০১২ সালে। একটি চলন্ত বাসে তাঁর সঙ্গে এই নারকীয় ঘটনাটি ঘটে। এরপর তাঁকে বিমানে ২৯ ডিসেম্বর ২০১২ সালে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর এবং সেখানেই সেই তরুণী মারা যান। এই ঘটনায় ছয়জন গ্রেফতার হয়েছিল যার মধ্যে একজন ছিল কিশোর বয়স্ক। আর একজন আসামী আত্মহত্যা করেছিল জেলের মধ্যেই।
আগামী ২২শে জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে এই আসামিদের ফাঁসির আদেশ দেন দিল্লি হাইকোর্ট। তবে সরকারিভাবে এখনও পবন জল্লাদকে ফাঁসি দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে পবনই এই দায়িত্ব পাবেন।