চার বছর পর বিশ্ব ব্যাডমিন্টনের তৃতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মালয়েশিয়ার কারুপথেভান লেতশানাকে হারালেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী। পুরুষদের ডবলসে দ্বিতীয় রাউন্ডে জয় পেল ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও লড়াই করতে হল প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ১৫ নম্বর বাছাই সিন্ধুকে। বিশ্বের ৪০ নম্বর লেতশানাকে তিনি হারালেন ২১-১৯, ২১-১৫ ব্যবধানে। ৪৩ মিনিটের ম্যাচে দু’জনের লড়াই হল হাড্ডাহাড্ডি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ বের করলেন সিন্ধু। ২০১৯ সালের চ্যাম্পিয়ন সিন্ধু ২০২২ এবং ২০২৩ সালে দ্বিতীয় রাউন্ডেই হেরে গিয়েছিলেন। ২০২১ সালে পৌঁছেছিলেন শেষ আটে। চার বছর পর আবার তিনি দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন। বৃহস্পতিবার প্রিকোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ বিশ্বের ২ নম্বর বাছাই চিনের ওয়াং ঝি ই। ২০২২ সালের পর ওয়াংয়ের বিরুদ্ধে জিততে পারেননি সিন্ধু। শেষ দুই সাক্ষাতে হেরে গিয়েছেন। ফলে তৃতীয় রাউন্ডে কঠিন লড়াই অপেক্ষা করছে সিন্ধুর জন্য।
অন্য দিকে, পুরুষদের ডবলসে দ্বিতীয় রাউন্ডে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি ২২-২০, ২১-১৩ ব্যবধানে হারালেন চাইনিজ তাইপের লিউ কুয়াং হেং-ইয়াং পো হান জুটিকে। প্রথম গেমে হাড্ডাহাড্ডা লড়াই হলেও দ্বিতীয় গেমে নবম বাছাই ভারতীয় জুটির সামনে সুবিধা করতে পারেনি ইয়াং-হান জুটি। তৃতীয় রাউন্ডে সাত্ত্বিকসাইরাজ-চিরাগের প্রতিপক্ষ চিনের ষষ্ঠ বাছাই লিয়াং ওয়েই কাং-ওয়াং চ্যাং জুটি। উল্লেখ্য, প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ।

