সহজেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জানিক সিনার ও ইগা শিয়নটেক। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সিনার এবং মহিলা সিঙ্গলসের দ্বিতীয় বাছাই শিয়নটেক, দু’জনেই জিতলেন সরাসরি সেটে।
চেক প্রজাতন্ত্রের অবাছাই ভিট কপরিভা যেমন সিনারের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি, তেমনই কলম্বিয়ার অবাছাই খেলোয়াড় এমিলিয়ানা অ্যারাঙ্গো সমস্যা ফেলতে পারেননি শিয়নটেককে। সিনার জেতেন ৬-১, ৬-১, ৬-২ গেমে। ছ’টি গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়নটেকের পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-২। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ সিঙ্গলসের দশম বাছাই লোরেনজ়ো মুসেত্তি।
উইম্বলডন জয়ের ফর্ম দিয়েই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম শুরু করলেন পোলিশ তারকা শিযনটেক। বলা যায় একপেশে ভাবেই জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। প্রথম সেটে শিয়নটেক ৩টি ডবল ফল্ট করলেও তার সুবিধা কাজে লাগাতে পারেননি অ্যারাঙ্গো। শিয়নটেকের শক্তিশালী সার্ভিসের সামনেও কখনও কখনও অসহায় দেখিয়েছে বিশ্বের ৮০ নম্বর খেলোয়াড়কে। গোটা ম্যাচে একটিও ব্রেক পয়েন্ট আদায় করতে পারেননি তিনি। প্রথম সেটে নিজের প্রথম সার্ভিস গেম ছাড়া জিততে পারেননি। দ্বিতীয় সেটে তুলনায় ভাল লড়াই করেছেন। তবু শিয়নটেককে সমস্যা ফেলার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে ১ ঘণ্টায় ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শিয়নটেক।
প্রথম রাউন্ডে জয় পেলেন মহিলাদের ২৭তম বাছাই ইউক্রেনের মার্টা কোসট্যুক। তিনি ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন ব্রিটেনের কেটি বুলটারকে। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন ইটালির মুসেত্তি। তবে তাঁকে লড়াই করতে হল ২ ঘণ্টা ৩২ মিনিট। ফ্রান্সের অবাছাই খেলোয়াড় জিয়োভান্নি পেরিকার্ডকে হারালেন ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ ব্যবধানে।

