বুধবার বাম সহ ১৬টি সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে ব্যাহত হল জনজীবন। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও বনধের ব্যাপক প্রভাব পড়ে। রাস্তা অবরোধের পাশাপাশি রেল অবরোধের ফলে দুর্ভোগের মুখে পড়ে সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই দফায় দফায় রেল অবরোধ হয়। দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ষ্টেশনে যদিও একটু বেলা বাড়তেই ট্রেন চলাচল অবশ্য সাভাবিক ছন্দে ফেরে।
অন্যদিকে এদিন সেভাবে রাস্তায় অটো টোটো ট্রেকার বেসরকারি বাস না দেখা গেলেও সরকারি বাস অন্যান্য দিনের মতো চললেও যাত্রী অনেকটাই কম ছিল। পাশাপাশি এদিন নদীপথে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও এখানেও উল্লেখযোগ্য ভাবে যাত্রীর সংখ্যা কম ছিল। বুধবার সাধারণ ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন জায়গায় দোকান পাট বন্ধ থাকার পাশাপাশি বাজারও সেভাবে না বসায় সমস্যায় পড়ে মানুষ। তবে এদিন বিভিন্ন জায়গায় বাস আটকানোর পাশাপাশি চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ ওঠে বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে।
তবে এদিন জেলার অন্যচিত্র ধরা পড়েছে হাওড়ায়। এদিন বনধ উপেক্ষা করে যানবাহন চালানোয় বিজেপির পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।