আশঙ্কা ছিলই, আর তাই সত্যি হল। মহানগরীতে সাধারণ ধর্মঘটের বিশেষ কোনও প্রভাব না পড়লেও, কলকাতার উপকণ্ঠে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বুধবার সকালে যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন ধর্মঘটীরা। বাম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা, সোনারপুর প্রভৃতি শাখার যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখা ছাড়াও হাওড়ায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়াতেও রেল অবরোধের জেরে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। যদিও, অন্যান্য দিনের তুলনায় এদিন লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা কমই ছিল। হৃদয়পুরে আবার রেললাইনে মিলল বোমা।
অর্থনীতিতে মন্দা, কর্মসংস্থানের বেহাল দশা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের প্রতিবাদ এবং সেই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) বিরোধিতায় ৮ জানুয়ারি, বুধবার দেশ জুড়ে চলছে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
2020-01-08