ধর্মঘট সফল করতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, রেললাইনের উপর রাখা হল বোমা

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: বনধ সফল করতে মরিয়া বাম কর্মীসমর্থকরা। স্বতঃপ্রণোদিতভাবে বনধে তেমন সাড়া না পাওয়া গেলেও রাজ্যের একাধিক জায়গায় একপ্রকার জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করছে বাম কর্মীরা। এমনকী, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে রেললাইনের উপর রাখা হয়েছে বোমা।

উত্তর ২৪ পরগনার হৃদয়পুর স্টেশনের কাছে রেললাইনের উপর উপর তিনটি তাজা বোমা রাখা হয়। স্থানীয় বাসিন্দারাই রেললাইনের উপরে থাকা ওই বোমাগুলি দেখতে পান। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরাও। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। পরে জিআরপি এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা।

ধর্মঘটের সকালে বোমাতঙ্ক ছড়িয়েছে বারাসতের হেলাবটতলা এলাকাতেও। হেলাবটতলা কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি কৌটো বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই দুটি বস্তু উদ্ধার করে নিয়ে যায়। ওই দুটি বস্তু আদৌ কৌটোবোমা নাকি তা পরীক্ষা করে দেখা হচ্ছে। হৃদয়পুর-বারাসতের পাশাপাশি উত্তর ২৪ পরগণার বেশ কয়েকটি স্টেশনে অবরোধ করে ধর্মঘট সমর্থকরা। বারাসত কারশেডের কাছে পরে আরও দুটি বোমা পাওয়া যায়। পরে জিআরপি এসে বোমাদুটি উদ্ধার করে। এই নিয়ে বারাসতে মোট ৩ জায়গায় পাওয়া গেল বোমা। বারাসতে এদিন সকালে ধর্মঘট সমর্থকদের একটি মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে। ধর্মঘট সমর্থকরা বেশ কয়েকটি গাড়ি আটকে দেয়। অটো ও বাস থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

এদিন সকালেই দমদম মেট্রো স্টেশনে জোর করে ঢোকার চেষ্টা করে ধর্মঘট সমর্থকরা। বন্ধ করে দেওযা হয় টিকিট কাউন্টার। বেশ খানিকক্ষণ উত্তেজক পরিস্থিতি ছিল মেট্রো স্টেশনে। তবে মেট্রো কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আধিকারিকদের সঙ্গে কথা বলার পর ঘটনাস্থল ছেড়ে চলে যায় ধর্মঘটীরা। এছাড়া মধ্যমগ্রামে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। আমডাঙায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধের চেষ্টা করে বন্ধ সমর্থকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।মোটের উপর বারাসত ও সংলগ্ন এলাকায় বনধের ফলে যানচলাচল বিপর্যস্ত।

Highlights

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.