ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ লিগে অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জ়াবি আলোন্সোর অধীনে আগেই ক্লাব বিশ্বকাপে খেলেছিল তারা। এ বার ঘরোয়া লিগে কোচ হিসাবে অভিযান শুরু হল তাঁর। মঙ্গলবার রাতে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে জিতেছে রিয়াল। ২০০৮-এর পর থেকে স্পেনের লিগে প্রথম ম্যাচে অপরাজিতই থাকল রিয়াল।
ক্লাব বিশ্বকাপে খেলার কারণে ঘরোয়া লিগের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রিয়াল। সেই অনুরোধ মানা হয়নি। তবে বাকি দলগুলোর থেকে কিছুটা দেরিতে, মঙ্গলবার রিয়াল প্রথম ম্যাচ খেলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনার জুয়ান ক্রুজ় বক্সের মধ্যে ফাউল করেছিলেন এমবাপেকে। পেনাল্টি থেকে গোল করেন ফরাসি স্ট্রাইকার। এর পর সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। শেষের দিকে ওসাসুনার গঞ্জালো গার্সিয়া লাল কার্ড দেখেন।
এ দিন লা লিগায় অভিষেক হয় ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ডের। পাশাপাশি প্রথম বার সাদা জার্সি গায়ে পরেন আলভারো কারেরাস এবং আর্জেন্টিনার ১৮ বছরের ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
স্পেনে প্রথম মরসুমেই ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিল এমবাপে। দ্বিতীয় মরসুমও গোল করেই শুরু হল। জ়াবি বলেছেন, “প্রথম বছরে যা দেখেছিলাম, এমবাপে এ বার তার থেকেও ভাল খেলবে।” লুকা মদ্রিচ বিদায় নেওয়ায় এ বার ১০ নম্বর জার্সি পরে খেলছেন এমবাপে। এ নিয়ে জ়াবি বলেছেন, “জানি না জার্সির সংখ্যা বদলেছে বলে আরও ভাল খেলছে কি না। তবে রোজই নতুন খিদে নামে ও।”