মধ্যস্থতাকারীদের দেওয়া গাজ়ায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। সোমবার সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপিকে এ কথা হামাসের একটি সূত্র জানিয়েছে।
কিন্তু তাতে পশ্চিম এশিয়ায় অশান্তির মেঘ এখনই কাটছে না। সোমবার ইরানের ‘ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট’ মোহাম্মদ রেজা আরিফ জানিয়েছেন যে কোনও মুহূর্তে আবার তেহরান-তেল আভিভ সংঘর্ষ বাধতে পারে! তিনি বলেন, ‘‘এর কারণ হল, ইজ়রায়েল ও ইরানের মধ্যে কোনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে, তা সাময়িক সংঘর্ষবিরতি মাত্র।’’ যে কোনও মুহূর্তে ইজ়রায়েল আবার হামলা চালাতে পারে জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।’’
এএফপি প্রকাশিত খবরে দাবি, হামাস এবং তার সহযোগী গোষ্ঠীগুলো কোনও সংশোধন ছাড়াই নতুন যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রস্তাবের জবাব ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজ়রায়েলে হামলা চালিয়েছিল হামাস। তাতে প্রায় ১২০০ জনের প্রাণ গিয়েছিল। বন্দি করা হয়েছিল আড়াইশো জনকে। ওই ঘটনার পর ইজ়রায়েল পাল্টা সেনা অভিযান শুরু করে গাজ়ায়। ২২ মাসের হামলায় এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজ়রায়েল সরকার এবং হামাস। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরও হয়েছিল। কিন্তু পণবন্দিদের মুক্তি ঘিরে টানাপড়েনের জেরে মার্চের গোড়ায় একতরফা ভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজ়ায় আবার হামলা শুরু করে ইজ়রায়েলি সেনা।