ট্রাম্প লিখেছেন অল ইস ওয়েল | ইরানের ছোঁড়া ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল ছোঁড়ার খানিক পরেই এই ট্যুইট করেন মার্কিন প্রেসিডেন্ট | ইরানের শীর্ষ সেনা আধিকারিক জেনারেল সোলেইমানির মৃত্যুর পর ইরান ইরাক বকলমে মার্কিনের সঙ্গে সম্পর্কে এই হামলা যে অবশ্যসম্ভাবী তা সকলের জানা |
ইরানের মসজিদে লাল পতাকা থেকে তাদের মুখে বলা হুঁশিয়ারি, সহ কিছুই গুরুত্ব না দিতে চাওয়া মার্কিন প্রেসিডেন্ট আবারও এর মাধ্যমে বলতে চাইলেন ইরাকের দুই মার্কিন সেনার বেসে মিসাইল হামলার পরেও যেন অকচুল ক্ষতিও ইরান তাদের সেনাদের করতে পারেনি | লিখলেন, অল ইস ওয়েল |
মিসাইল ছোঁড়া হয়েচিল ইরানের তরফে | কতটা ক্ষতি হয়েছে তার হিসেব কষছি আমরা | তবে এখনও পর্যন্ত সব ঠিক আছে | আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ও সংহত সেনাবাহিনী| আমরা কাল সকালে এই নিয়ে বিবৃতি দেব | যতটা হালকা চালে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ততটা বোধ হয় নয় ,তা বুঝতে অসুবিধে হবে না যারা ট্রাম্পকে চেনেন তাদের মতে |
তার পর দিন সকালের বার্তার মধ্যে আর কি কি নির্দেশ দেওয়া হয়ে যাবে পেন্টাগনের আধিকারিকদের,তা কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে | বিশ্বের চাঞ্চল্যকর দুটি কাজই মার্কিন প্রেসিডেন্ট করেছেন অতি সন্তর্পণে| ওসামা বিন লাদেনই হোক বা হালের সোলেইমানি নিকেশের ক্ষেত্রে মার্কিন সেনার এই অভিযান কাকপক্ষীও টের পায় না | তাই মার্কিন প্রেসিডেন্টের এই ট্যুইটে প্রামদ গুণছেন অনেকেই |