সমস্ত বাংলাদেশি মূল রুপে হিন্দু, ইসলাম তো অনেক পরে এসেছেঃ বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ

আমেরিকায় থাকা বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ (Sharbari Ahmed) বলেন, বাংলাদেশিরা মূল রুপে হিন্দু হওয়ার কারণে তাঁরা ভারতীয়দের মতই। যদিও লেখিকা বলেন, বাংলাদেশের মানুষেরা তাঁদের মূল রুপ ভুলে গেছে। শর্বরী আহমেদের জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়েছিল। আর ওনার বয়স যখন মাত্র তিন সপ্তাহ, তখন তিনি আমেরিকায় চলে যান।জনপ্রিয় আমেরিকার টেলিভিশন শো ‘কোয়ান্টিকো” (Quantico) সিজন ওয়ানের সহ লেখিকা শর্বরী আহমেদ বলেন, চরমপন্থী ধার্মিক সংগঠনের কারণে আমার পরিচয় একজন বাঙালির জায়গায় বাংলাদেশি হয়ে গেছে। কোয়ান্টিকোয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা মুখ্য ভূমিকা পালন করেছেন।

Sharbari Ahmed @sharbarizohra

I’m in India Today via my interview with The Press Trust of India. It’s a pretty hot button headline and could have been more… https://www.indiatoday.in/india/story/bangladeshis-are-like-indians-as-they-were-originally-hindus-author-sharbari-zohra-ahmed-1632997-2020-01-01 … Bangladeshis are like Indians as they were originally Hindus: Author Sharbari Zohra Ahmed US-based Bangladeshi author and playwright Sharbari Zohra Ahmed feels that the people of the country of her origin are more alike than different from Indians as they were originally Hindus. indiatoday.in 23 9:40 PM – Jan 1, 2020Twitter Ads info and privacy See Sharbari Ahmed’s other Tweets

Homeবাংলাদেশসমস্ত বাংলাদেশি মূল রুপে হিন্দু, ইসলাম তো অনেক পরে এসেছেঃ বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ বাংলাদেশ

সমস্ত বাংলাদেশি মূল রুপে হিন্দু, ইসলাম তো অনেক পরে এসেছেঃ বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ

sanatan tv January 02, 2020

Image result for লেখিকা শর্বরী আহমেদ

আমেরিকায় থাকা বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ (Sharbari Ahmed) বলেন, বাংলাদেশিরা মূল রুপে হিন্দু হওয়ার কারণে তাঁরা ভারতীয়দের মতই। যদিও লেখিকা বলেন, বাংলাদেশের মানুষেরা তাঁদের মূল রুপ ভুলে গেছে। শর্বরী আহমেদের জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়েছিল। আর ওনার বয়স যখন মাত্র তিন সপ্তাহ, তখন তিনি আমেরিকায় চলে যান।জনপ্রিয় আমেরিকার টেলিভিশন শো ‘কোয়ান্টিকো” (Quantico) সিজন ওয়ানের সহ লেখিকা শর্বরী আহমেদ বলেন, চরমপন্থী ধার্মিক সংগঠনের কারণে আমার পরিচয় একজন বাঙালির জায়গায় বাংলাদেশি হয়ে গেছে। কোয়ান্টিকোয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা মুখ্য ভূমিকা পালন করেছেন।

লেখিকা শর্বরী আহমেদ বলেন, ‘বাংলাদেশিরা কি করে নিজেদের হিন্দু ঐতিহ্যকে অস্বীকার করে? আমরা সর্বপ্রথম হিন্দু, ইসলাম অনেক পরে এসেছে। ব্রিটেন আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে ইংরেজরা। আমাদের হত্যা করেছে ওঁরা।” উনি বলেন, অবিভহক্ত ভারতের ঢাকাতে ঐতিহ্যবাহী মলমল শিল্পকে ধংস করেছে এই ইংরেজরাই। উনি বলেন, আমার আস্থা আর বাংলাদেশি হওয়ার সুবাদে আমি ‘Dust Under Her Feet” উপন্যাস লেখার অনুপ্রেরণা পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.