বনধে পুরুলিয়ায় মিশ্র সাড়া পড়ল। সকাল থেকে পরীক্ষার্থীদের দুর্ভোগের মুখে পড়তে দেখা গেছে। বেসরকারি বাস না চলায় সমস্যায় পড়েন তাঁরা। যদিও সরকারি বাস থাকায় সমস্যার সমাধান হলেও পরীক্ষার দিনে এইভাবে বনধকে কোনও ভাবে সমর্থন করতে রাজি নয় তাঁরা। বেসরকারি বাস, যানবাহন চলাচল না করায় দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
এদিকে বনধের বিপক্ষে কোনও প্রচার বা মিছিল দেখা যায়নি। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘বন্ধের বিপক্ষে থাকলেও দাবি-দাওয়া নিয়ে আমাদের সমর্থন রয়েছে।’
সকাল থেকে বামপন্থী ট্রেড ইউনিয়ন সিপিআইএম এবং এস ইউ সি আই বন্ধের সমর্থনে মিছিল করে। পুরুলিয়া শহর ও ব্লক সদরে দোকানপাট বেশির ভাগ বন্ধ ছিল। কিছু ক্ষেত্রে গুদামে লরি থেকে পণ্য উঠানামা করতে দেখা গিয়েছে।