ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নাম লতা মঙ্গেশকর। যুগের পর যুগ পেরিয়ে গেলেও তাঁর কণ্ঠস্বর আজও সঙ্গীতপ্রেমীদের কাছে অমৃতসমান। মৃত্যুর পরেও তিনি এখনও সঙ্গীত জগতের সিংহাসনে রয়ে গিয়েছেন। কিন্তু একটা সময়ে এই সুরসম্রাজ্ঞীকেও জড়াতে হয়েছে বিতর্কে। তিনি যখন খ্যাতির শীর্ষে, একের পর এক সফল গান গাইছেন, তখন লতা মঙ্গেশকরের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে। তিনি নাকি নতুন প্রতিভাদের সঙ্গীত জগতে জায়গা তৈরি করতে দিতেন না। লতার সঙ্গে এই অভিযোগ ছিল তাঁর গায়িকা বোন আশা ভোঁসলের বিরুদ্ধেও। এই বিতর্কে এ বার মুখ খুললেন গায়িকা অনুরাধা পড়োয়াল।
সত্যিই কি দুই গায়িকার জন্য নতুন প্রতিভারা জায়গা পেতেন না? অনুরাধা জানান, তাঁর এই জল্পনায় সম্মতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাধা নিজের সঙ্গীত সফর সূচনার প্রসঙ্গে জানান, শচীন দেববর্মণ ‘অভিমান’ ছবির সঙ্গীত পরিচালনা করছিলেন। সেখানে একটি ছোট্ট শ্লোকের অংশ ছিল। অনুরাধার কণ্ঠ শুনেই পছন্দ হয়ে তাঁর। সেই ছোট্ট অংশের জন্য আর লতা মঙ্গেশকরের কাছে যাননি। অনুরাধার সফর সেখান থেকেই শুরু।
লতা মঙ্গেশকর প্রসঙ্গে অনুরাধা বলেন, “লতাজি আমার গুরুর মতো। সব সময় তিনি তেমনই থাকবেন। ওঁর কণ্ঠে ভগবতগীতা শুনে আমি গান শেখা শুরু করেছিলাম। যাঁরা মনে করেন, অন্যদের নিচু করার চেষ্টা করতেন, তাঁরা আগে ওঁর মতো গান গেয়ে দেখান। কণ্ঠের সঙ্গে তিনি যা করেছেন, ক’টা লোক তা পারবেন? লোকজনের নানা মতামত। এই দুই বোনের সঙ্গীত সফর এত লম্বা বলেই তাঁদের নামে যা খুশি বলা যায় না। এই বয়সেও আশাজি রোজ রেওয়াজ করেন। ওঁদেরকে সন্দেহ করার বোকার মতো কাজ।”

