সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত (New York New Jersey flooding) হয়েছে। এর ফলে সাবওয়ে লাইন বন্ধ হয়ে গিয়েছে। প্রধান সড়কগুলি জলের নীচে তলিয়ে গিয়েছে। গাড়ি ও বাস আটকে পড়েছে। বহু ফ্লাইট দেরিতে ওড়ে। পরিস্থিতির ভয়াবহতায় এই দুই রাজ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কোথায় কোথায় বিপদ?
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া এবং এর আশপাশের এলাকায় ধীরে এগিয়ে চলা এক প্রবল ঝড়ের কারণে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেছেন, ঝড় এবং হঠাৎ বন্যার কারণে আমরা জরুরি অবস্থা ঘোষণা করছি। সবাইকে অনুরোধ করছি অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য।
জলের নীচে স্টেশন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নিউ জার্সির স্কচ প্লেইনস এলাকায় একটি প্রধান সড়ক সম্পূর্ণভাবে জলের নীচে ডুবে গিয়েছে। বহু বাস ও গাড়ি আটকে পড়েছে। নিউ জার্সিতে ট্রেন ও বাস পরিষেবা ব্যাহত। নিউ ইয়র্ক শহরের জরুরি ব্যবস্থাপনা দফতর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যেসব মানুষ নিচু এলাকায় বা বেসমেন্টে বসবাস করেন, তাঁরা যেন উঁচু স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে, নিউ ইয়র্ক শহরের কিছু সাবওয়ে লাইন বন্ধ রাখা হয়েছে এবং কিছু লাইনে চলছে অনেকটা দেরিতে।
বন্যার ভিডিয়ো
নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের এক সাবওয়ে স্টেশন প্লাবিত হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে দেখছেন, প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে জলের নীচে তলিয়ে যাচ্ছে। আরেকটি ভিডিয়োতে দেখা যায়, জল উঠতে শুরু করায় যাত্রীরা ট্রেনের সিটের উপর দাঁড়িয়ে পড়েছেন। নিউ ইয়র্ক শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু গাড়ি জলের নীচে ডুবে যাওয়ায় জরুরি উদ্ধারকাজ চলছে।