বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলেছে। সেই আঁচ পড়েছে ভারতীয় অর্থনীতিতেও। জিডিপির বৃদ্ধি কমতে কমতে ৪.৫ শতাংশে এসে ঠেকেছে। এই অবস্থায় আশার বাণী শোনাল ব্রিটেনের সেন্টার ফর ইকোনমিক রিসার্চ এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।
ব্রিটেনের ওই সমীক্ষক সংস্থার মতে, ২০২৬ সালের মধ্যে আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত টেক্কা দেবে জার্মানিকে। এমনকি ২০৩৪ সালে জাপানকেও ছাড়িয়ে দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ওই সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৯ সালে ফ্রান্স ও ব্রিটেনকে টপকে পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। তবে এই অর্থনীতির বৃদ্ধির হার বর্তমান পরিস্থিতির মতো ঢিমেতালে চললে ২০২৬ সালে তা পূরণ নাও হতে পারে।
অন্যদিকে, কেন্দ্রের মোদী সরকার আগেই ঘোষণা করেছে ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। অর্থনীতিবিদদের মতে, উৎপাদন হ্রাস, বাজার মন্দা, মূল্যবৃদ্ধি ইত্যাদির মতো অর্থনীতির বর্তমান যা পরিস্থিতি রয়েছে তাতে ২০২৪ সালের মধ্যে স্বপ্ন পূরণ হবে না মোদী সরকারের। কিন্তু ব্রিটেনের সংস্থা বলছে অন্য রিপোর্ট। তাদের মতে, ভারতের আর্থিক বৃদ্ধি যেভাবে এগোচ্ছে ২০২৪ সাল নয়, ২০২২ সালের মধ্যেই ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছবে ভারত।