নাটক ছাড়া কি শিল্প হয় না? সিমা গ্যালারিতে বসল শিল্পী ও সমালোচকদের আসর

নাটক আর নাটকীয়তা কি সব ক্ষেত্রেই সম্পর্কিত? সব শিল্পই কি নাটকীয়? নাটকহীন শিল্প কি হয় না? তবে মঞ্চশিল্প আর অঙ্কনশিল্প আলাদা হবে কী ভাবে? শিল্প নিয়ে এমনই নানা প্রশ্ন উঠে এল সাম্প্রতিক এক আলোচনায়।

সম্প্রতি বালিগঞ্জের সিমা গ্যালারিতে বসেছিল আলোচনাচক্র। শিল্পের নানা মাধ্যম কি একে অপরের সঙ্গে যোগাযোগে আবদ্ধ, তা-ই ফিরে ফিরে এল কথায়। আর সে প্রসঙ্গেই এল নাটকীয়তার ব্যাখ্যা। নাট্যকার ও পরিচালক সুমন মুখোপাধ্যায় জানালেন তাঁর কাছে যে কোনও শিল্পের মূলেই থাকে কোনও এক নাটকীয় মুহূর্ত। কারণ, তেমনই এক পরিস্থিতি উস্কে দিতে পারে আরও পাঁচদিকের ভাবনা। সে ভাবনাই বৃহত্তর আকার নেয় শিল্পের মাধ্যমে। সে শিল্প কখনও সিনেমা-নাটক, তো কখনও আখ্যান-অঙ্কন।

তবে প্রশ্ন ওঠে, অভিনয়ের মাধ্যমে না হয় নাটকীয়তা প্রকাশ পেল, কিন্তু যেখানে অভিনয় নেই। সেখানে কী ভাবে নাটক থাকবে? শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায় একমত সুমনের সঙ্গে। তাঁর কাজের মাধ্যম আলাদা। তাঁর তৈরি শিল্প ফুটে ওঠে ক্যানভাসে। তবে শ্রেয়সীর বক্তব্য, চলন ছাড়াও নাটক থাকে। ফলে মঞ্চে যেমন নাটক থাকে, তেমনই থাকে ক্যানভাসে-খাতায়।

গ্যালারির অধিকর্তা রাখী সরকার নিজের অভিজ্ঞার কথা বলেন। নানা প্রান্তের শিল্পীদের নিয়ে কাজ তাঁর। বিভিন্ন ধরনের শিল্প নিয়ে চর্চা করেন। কখনও দেশের শিল্পীদের কথা বলেন, কখনও বিদেশের। তাঁর কথায় উঠে আসে, নাটকীয়তার ধারণা কত প্রকার হতে পারে। নিজের অভিজ্ঞতার কথা বলতে বলতে অধিকর্তা বোঝান, সব সময়ে নাটকীয় মুহূর্ত থেকেই যে শিল্প হবে, তা নয়। কোনও শিল্পও নাটকীয় মুহূর্ত তৈরি করতে পারে।

আরও পড়ুন:

সে সূত্র ধরেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক নীলাদ্রিরঞ্জন চট্টোপাধ্যায় উদাহরণ তুলে আনেন নানা জায়গার সাহিত্য থেকে। কোথায় নাটক সাহিত্যের চলন বাড়ায়, কোথায় তা নির্মাণ করে। রত্নাবলী কান্ট ভাস্কর। আবার পারফর্মিং আর্টিস্টও। নিজের কাজের ভিডিয়ো দেখিয়ে এগিয়ে নিয়ে যান আলোচনা। কখন শিল্প নাটকীয়তাকে ব্যবহার করে, কখন আবার নাটকই হয়ে ওঠে শিল্পের কেন্দ্র, এক এক করে নিজের কাজের মাধ্যমে দেখিয়ে নিয়ে যান তিনি।

সভা শেষে প্রশ্ন ওঠে, তবে কি নাটক ছাড়া শিল্প মন্দ হয়? গুণীজনের অধিকাংশ মনে করেন, নাটক ছাড়া শিল্প হয়ই না, ভাল-মন্দ তো পরের কথা! তবে শিল্পে শেষ কথা বলে কিছু হয় না, জীবনের মতো শিল্পও চলমান। ফলে আলোচনা থামলেও ভাবনার গতি কমে না। চলতে থাকে শিল্প, নির্মাণ আর নাটকীয়তার কথোপকথন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.