পারদ নামতেই জাঁকিয়ে শীত উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal)। জাঁকিয়ে শীতের সঙ্গে ঘন কুয়াশা দুই বঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। তবে জাঁকিয়ে শীতের এই ‘স্পেল’ খুব বেশিদিনের নয়। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও মেঘলা আকাশ। দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতায় সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ৪ ডিগ্রী কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা। দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় ঘন কুয়াশা বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী ২৪ ঘন্টাতে ও কুয়াশার সর্তকতা উত্তর ও দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্তের জের। আজ ও কাল ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। বুধবার নাগাদ উত্তরাখন্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।