মুসলিমদের সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের কোনও সম্পর্ক নেই: বাবুল সুপ্রিয়

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষকে বোঝাবেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা।

রবিবার বিজেপি রাজ্য সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন বাবুল সুপ্রিয়৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে গিয়ে জানান, সিএএ নিয়ে বিরোধীরা রাজনীতি করছে,মিথ্যাচার করছে৷ ভারতীয়দের কোনও সম্পর্ক নেই,মুসলিমদেরতো কোনও নেইই৷ সিএএ তাদের জন্য-যারা ভারতে শরনার্থী হিসেবে এসেছেন,তাদের জন্য৷

বিশেষ করে যারা অত্যাচারিত হয়ে এদেশে এসেছেন, তাদের না আছে রেশন কার্ড,না আছে ভোটার কার্ড৷ তারা কোথায় যাবে৷ এইসব শরনার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন৷ আর এই আইনে ভারতীয়দের কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে না৷ কিন্তু মমতাদেবী ঘোলাজলে মাছ ধরতে নেমেছে৷

আজ রবিবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছে বিজেপি৷ তার আগে নাগরিকত্ব সংশোধনী আইন কে সমর্থন জানাতে নতুন পন্থা নিয়েছে বিজেপি৷ মোবাইল ফোন থেকে মিসড কল দিয়ে সিএএ-কে সমর্থন জানাতে আবেদন করেছে গেরুয়া দল৷

গত বৃহস্পতিবার বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি ফোন নম্বর দিয়েছে৷ বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেজবুক পেইজে লিখেছেন,নাগরিকত্ব সংশোধনী আইন – ২০১৯ কে সমর্থন জানানোর জন্য 8866288662 এই নম্বরে মিসড কল করুন৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধায়৷ তিঁনি যখন রাস্তায় নেমে আন্দোলন করছেন তখন বিজেপি অভিনব পন্থা নিয়েছে৷ সিএএ কে সমর্থন করতে শুধু একটা মিস কল করলেই হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.