নাগরিক সংশোধনী আইনের (CAA) প্রতি বাংলার মানুষের সমর্থনের পরিমাণ জানতে করছেন তা জানতে মিস কল সিস্টেম চালু করল রাজ্যে বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিক সংশোধনী আইন পাস করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু তারপর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলো এই আইনের বিরুদ্ধে সরব হয়েছে। সঙ্গে সরব হয়েছে একাংশ ছাত্র সমাজ। পশ্চিমবঙ্গেও তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস একযোগে আন্দোলন শুরু করেছে। এমতাবস্থায় ৮৮৬৬২৮৮৬৬২ নম্বর চালু করে সিএএ-র প্রতি সমর্থনে বাংলার মানুষের মতামত যাচাই করতে উদ্যোগী হয়েছে তাঁরা। যদিও এর আগে দলের সদস্যা সংখ্যা বৃদ্ধি করার জন্য টেলিফোনের সাহায্য নিয়েছিল কেন্দ্রীয় বিজেপি। শুক্রবার থেকেই রাজ্য বিজেপি সিএএ-র সমর্থনে এই মিসড কল কর্মসূচি চালু করছে।
কারণ আইন পাসের পর থেকেই বিরোধিরা দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কাঠগড়ায় তুলেছেন। পশ্চিমবঙ্গে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যে সিএএ-র বিরুদ্ধে হাফ ডজন কর্মসূচি নিয়েছেন। তাই বাড়িতে বসেই এরাজ্যের সাধারণ মানুষকে সিএএ নিয়ে তাঁর মতামত জানানোর সুযোগ দিয়েছে বিজেপি (BJP)। নিজের মোবাইলে ৮৮৬৬২-৮৮৬৬২ নম্বরে মিসড কল দিতে হবে। বিজেপি নেতারা পরিসংখ্যান রাখতে শুরু করবেন প্রতিদিনের। কত মিসড কল আসছে তার হিসেব জমা হবে রাজ্য দফতরে। প্রায় একমাস পর বিজেপি সেই পরিসংখ্যান সামনে আনা হবে বলে দলীয় সূত্রের খবর। এই প্রক্রিয়া সফল হলে বিজেপি নেতারা মিসড কল দেওয়া কলারদের সঙ্গে কথা বলবেন। সিএএ নিয়ে কলারের মতামত নেওয়া হবে বিজেপির রাজ্য সদর দফতর থেকেই।
এ প্রসঙ্গে বিজেপি নেতা অনুপম ঘোষ বলেন, “আমরা তো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাষ্ট্র পুঞ্জের নজরদারিতে গণভোট চেয়ে দেশ বিরোধী কার্যকলাপ করতে পারি না। কিন্তু, নাগরিক সংশোধনী আইনের ক্ষেত্রে রাজ্য তথা দেশের মানুষের মতামত জানতেই পারি। সেই লক্ষ্যেই বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যারা সমর্থন করছেন, তাদের সঙ্গে কথা বলার।”