কোহলিদের আইপিএল ট্রফি জয়ের উৎসবে বিষাদের ছায়া, উৎসব পালনের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা

পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে মঙ্গলবার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বেঙ্গালুরুতে ফিরেছেন কোহলিরা। সেখানে শুরু উৎসব।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:১৯ key status

মাঠ প্রদক্ষিণ করছেন কোহলিরা

ট্রফি হাতে চিন্নাস্বামী ঘুরছেন কোহলিরা। মাঠে গান বাজছে।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:১৪ key status

ট্রফি হাতে পাটীদার

চিন্নাস্বামীতে ট্রফি হাতে ঢুকছেন রজত পাটীদার। আরসিবি-র অধিনায়ককে মাঠে ডেকে নিলেন কোহলি। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার কোনও ছাপ ভিতরের অনুষ্ঠানে নেই।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:০৮ key status

কোহলিদের সঙ্গে শিবকুমার

কোহলিদের সঙ্গে মাঠে অনুষ্ঠানে যোগ দিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার। তিনি চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলার পরিস্থিতি শুনে ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছিলেন। শিবকুমারও উৎসবে মেতে উঠলেন।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:০৫ key status

চিন্নাস্বামীতে চলছে উৎসব

মাঠের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও উৎসব থামছে না আরসিবি-র। মাঠে নেমেছেন কোহলিরা। সেখানে ট্রফি হাতে মঞ্চে উঠলেন তাঁরা। মাঠভর্তি সমর্থক। তাঁদের সঙ্গে উৎসবে মেতে কোহলিরা।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:৪৯ key status

চিন্নাস্বামীতে যাচ্ছেন শিবকুমার

অসংখ্য সমর্থক অসুস্থ চিন্নাস্বামীর বাইরে। পদপিষ্ট হয়েছেন ৩৩ জন। অন্তত ১১ জন মারা গিয়েছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার ঘটনাস্থলে যাচ্ছেন। 

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:৩৮ key status

চিন্নাস্বামীর ভিতরে অনুষ্ঠান

চিন্নাস্বামীর ভিতরে অনুষ্ঠান চলছে। বাইরে প্রচুর মানুষের ভিড়। বিশৃঙ্খলা চলছে। পুলিশ লাঠি চালিয়েছে। ভিতরে গানের অনুষ্ঠান চলছে। কোহলিরা সবে স্টেডিয়ামে পৌঁছেছেন।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:১৪ key status

চিন্নাস্বামীতে অসুস্থ শিশু

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়েছে একটি শিশু। তাঁকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:০৯ key status

কোহলিদের সম্মান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী

অধিনায়ক রজত পাটীদারকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁকে উত্তরীয় পরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এর পরেই সম্মান জানানো হয় কোহলিকে। তাঁকে পরানো হল উত্তরীয়। পরানো হল পাগড়ি এবং মালাও।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:০২ key status

বিধান সৌধে আরসিবি দল

বিধান সৌধে পৌঁছে গিয়েছেন কোহলিরা। আইপিএল জয়ী দলের ক্রিকেটারেরা লাল জামা পরে রয়েছেন। সেই জামায় লেখা চ্যাম্পিয়ন্স। বিধান সৌধে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোহলিরা। মুখ্যমন্ত্রীর পাশে কোহলি।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৬:৫১ key status

বিধানসভার পথে কোহলিরা

বিধানসভায় অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। সেখানে মঞ্চ করা হয়েছে কোহলিদের জন্য। তাঁদের স্বাগত জানাতে কর্নাটকের বিভিন্ন মন্ত্রী উপস্থিত। হোটেল থেকে বেরিয়ে বিধান সৌধের উদ্দেশে রওনা দিলেন কোহলিরা।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৬:৪৩ key status

বিধানসভার সামনে সমর্থকেরা

Virat Kohli

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৬:৩৮ key status

পুলিশের লাঠি

চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের ভিড়। কোহলিদের জন্য অপেক্ষা করছেন সমর্থকেরা। কিন্তু সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। সমর্থকদের উপর লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ।

চিন্নাস্বামী স্টেডিয়ামে পুলিশের লাঠি।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:২৪ key status

হোটেলে পৌঁছে গেলেন কোহলিরা

বেঙ্গালুরুর হোটেলে পৌঁছে গেলেন কোহলিরা। সেখানে তাঁদের জন্য ঢাক, ঢোল নিয়ে উপস্থিত ব্যান্ড। প্রচুর সমর্থক কোহলিদের একবার দেখার জন্য রাস্তায় নেমেছেন। হোটেলের আশপাশে উপস্থিত তাঁরা। যদিও বাসের তিন দিক ঢাকা। সমর্থকেরা কোহলিদের বাসের দেখা পেলেও ক্রিকেটারদের দেখতে পেলেন না।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:২১ key status

বিমানবন্দরে উপমুখ্যমন্ত্রী

কোহলিদের স্বাগত জানাতে বেঙ্গালুরুর বিমানবন্দরে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে ডিকে শিবকুমার। সেখান থেকে হোটেলে যাবেন কোহলিরা। বেঙ্গালুরুর পুরনো বিমানবন্দরে কোহলিদের বিমান নেমেছে। ইতিমধ্যেই কোহলিরা হোটেলের উদ্দেশে রওনা দিয়েছেন।

ডিকে শিবকুমারের সঙ্গে বিরাট কোহলি।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:১১ key status

বেঙ্গালুরু আইপিএল জয়

পঞ্জাব কিংসকে মঙ্গলবার রাতে ৬ রানে হারিয়ে দেয় বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৯০ রান করেছিলেন কোহলিরা। জবাবে পঞ্জাব থেমে যায় ১৮৪ রানে। শ্রেয়স আয়ারের দল লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যায়। 

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:০২ key status

বিধানসভায় তৎপরতা

বেঙ্গালুরুর রাস্তায় প্রচুর মানুষ অপেক্ষা করছেন কোহলিদের জন্য। বিধানসভার সামনেও প্রচুর সমর্থক। সেখানে মুখ্যমন্ত্রী এবং আরও অনেকে কোহলিদের অভ্যর্থনা জানানোর জন্য তৈরি।

RCB Fans

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:৫৯ key status

হোটেলে কোহলিদের জন্য কেক

হোটেলে কোহলিদের অভ্যর্থনা জানাতে বিশেষ ব্যবস্থা। আইপিএলের ট্রফির মতো দেখতে কেক তৈরি করা হয়েছে। রয়েছে ব্যান্ড। কোহলিদের আমন্ত্রণ জানাতে তৈরি হোটেলের কর্মীরা।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:৫৬ key status

ভিক্টরি প্যারেডের অনুমতি দেয়নি পুলিশ

বেঙ্গালুরুতে প্রতি দিনই যানজট হয়। কোহলিদের ভিক্টরি প্যারেডের জন্য সেই যানজট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা পুলিশের। সেই কারণেই আরসিবি-কে ভিক্টরি প্যারেডের অনুমতি দিল না তারা। যদিও কোহলিদের জন্য হুডখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। 

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:৫৩ key status

কোথায়, কোথায় যাবেন কোহলিরা?

বিমানবন্দর থেকে প্রথমে কোহলিরা যাবেন হোটেলে। সেখানে কিছু ক্ষণ বিশ্রাম নেবেন তাঁরা। এই হোটেলেই কোহলিরা আইপিএলের সময় থাকেন। সেই হোটেল থেকে আইপিএল জয়ী ক্রিকেটারেরা যাবেন কর্নাটকের বিধানসভায়। সেখানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করবেন কোহলিরা।

timer শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:৪৯ key status

বেঙ্গালুরুতে কোহলিরা

অহমদাবাদ থেকে বেঙ্গালুরু ফিরলেন বিরাট কোহলিরা। প্রথম বার আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে দল। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বার হল আরসিবি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.