মার্কিন হামলায় বাগদাদে খতম কুদ ফোর্সের চিফ জেনারেল সোলেইমানি,আত্মরক্ষা মূলক পদক্ষেপ সাফাই পেন্টাগনের

শেষ শুক্রবারে ইরানিয় সমর্থন পুষ্ট সংগঠন কাটাইব হিজবোল্লাহ ইরাকে মার্কিন সেনার উপর অতর্কিতে হামলা চালায় | সেই আঘাতে এক মার্কিন নাগরিক সহ চার সেনা আহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ইরানের উপর চাপ বাড়াতে থাকে মার্কিন সেনাবাহিনী | এরপর থেকেই লাগাতার আক্রমণে লেগে পড়ে মার্কিন সেনা | শিয়া ‘জঙ্গী’ সংগঠন ইরাকে মার্কিন সেনার উপর ক্রমাগত যে আক্রমণ শানাচ্ছিল তার পাল্টা হিসেবে বাগদাদে শিয়া জঙ্গী সংগঠনের চিফ কাসেম সোলেইমানিকে খতম করে দেয় মার্কিন সেনারা | সে কথা পেন্টাগনের তরফে জানিয়ে বিবৃতি দেওয়া হয় |


সোলেইমানি ইরানিয়ান রেভোলিউশানারি গার্ড কর্পস-কুদস ফোর্স সংগঠনের নেতৃত্বে ছিল | গোটা ইরাকে মার্কিন সেনা আধিকারিক ও সেনাকর্মীদের উপর হামলার ছক কষতে এই শিয়া জঙ্গী নেতা |মার্কিন সূত্রের খবর অনুযায়ী কম করে একশ মার্কিন নাগরিকের হত্যা করেছে এই জঙ্গী নেতার তত্ববধানে |


জেনারেল সোলেইমানি ও তার কুদ ফোর্স ২৭শে ডিসেম্বর ইরাকের মার্কিন দূতাবাসের উপর হামলারও ছক কষেছিল বলে খবর ছিল মার্কিন গোয়েন্দাদের কাছে | মার্কিন সেনার এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপান উতোর | ইসরায়েলেরর সেনাদের সতর্ক করা হয়েছে এই হত্যাকে ঘিরে | কারণ শিয়া এই ‘জঙ্গী’ নেতা সিরিয়ায় আইসিস ও আলকায়দার মত জঙ্গী সংগঠনগুলিকে পরাজিত করেছিল বলে মত অনেকের |


তবে এই হামলা যে করা হবে তা আগে থেকেই বোঝা গিয়েছিল | ২রা জানুয়ারি একটি বিবৃতি দিয়ে মার্কিন ডিফেন্স সেক্রেটারি ডঃ মার্ক টি এসপার গত দুমাসে ইরাক ও সিরিয়াতে মার্কিন প্রশাসেনর উপর ইরানের হামলার খতিয়ান পেশ করে বলেন,তারা বিশ্বের কোথাও মার্কিন নাগরকিদের নির্বিচারে মেরে ফেলাকে মেনে নেবে না | গত শুক্রবারের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কুদ ফোর্সের উপর আত্মরক্ষা জনিত আঘাত হানতে নির্দেশ দেয় মার্কিন সেনাদের | তারপরই এই মার্কিনের চোখে ‘জঙ্গী’ শিয়া নেতাকে হত্যা করে মার্কিন সেনা বাহিনী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.