আগামী ১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। গত বছর অক্টোবর মাস থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার চেষ্টা করছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কিছুতেই সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। সম্প্রতি, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বন্দর কর্তৃপক্ষ সবুজ সঙ্কেত পেয়েছেন। তাই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫০তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সময়ের অভাবে থমকে গিয়েছিল কলকাতা পোর্ট ট্রাস্টের উদযাপন অনুষ্ঠান। কিন্তু, সম্প্রতি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ১১ জানুয়ারি দিন কলকাতা সফরের জন্য দিন ধার্য্য করতেই শুরু হয়েছে তোড়জোড়। তবে এই সফরে এসে দলের কোনও কর্মসূচিতে অংশ নেবেন না নরেন্দ্র মোদী। ভোটের সময় প্রচারে অংশ নিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর আর পশ্চিমবঙ্গে আসেননি তিনি। তবে দিন দশেক আগে ঝাড়খণ্ডে ভোটের প্রচারে যাওয়ার পথে কিছুক্ষণের জন্য অণ্ডাল বিমানবন্দরে নেমেছিল প্রধানমন্ত্রীর বিমান।